মাছের মাথার ডাল (macher mathar dal recipe in bengali)

Ananya Roy
Ananya Roy @cook_ananyaroy
Kolkata

#ডালশান
ডাল ছাড়া বাঙালীর ভাত খাওয়া অসম্পুর্ন। অনুষ্ঠান বাড়িতে দুপুরের খাওয়ার মেনুতে মাছের মাথার ডাল সাথে বেগুনী বা ঝুরি আলুভাজা থাকা মানেই সাবেকিয়ানার ছোঁয়া। এইভাবে বানিয়ে দেখুন, অনুষ্ঠান বাড়ির ডালের মতো স্বাদ হবে।

মাছের মাথার ডাল (macher mathar dal recipe in bengali)

#ডালশান
ডাল ছাড়া বাঙালীর ভাত খাওয়া অসম্পুর্ন। অনুষ্ঠান বাড়িতে দুপুরের খাওয়ার মেনুতে মাছের মাথার ডাল সাথে বেগুনী বা ঝুরি আলুভাজা থাকা মানেই সাবেকিয়ানার ছোঁয়া। এইভাবে বানিয়ে দেখুন, অনুষ্ঠান বাড়ির ডালের মতো স্বাদ হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
3 জনের জন্য
  1. 3/4 কাপমুগের ডাল
  2. 1/2বড় কাতলা মাছের মাথা অর্ধেক
  3. 1 টিগোটা শুকনো লঙ্কা
  4. 1 টিতেজপাতা
  5. 2 টিছোট এলাচ
  6. 8 কোয়ারসুন
  7. 2 টিপেঁয়াজ কুচি
  8. 3/4 চা চামচহলুদগুঁড়ো
  9. 1/4 চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  10. স্বাদ মতনুন
  11. প্রয়োজন মতো সরষের তেল
  12. 1/2 চা চামচআদা বাটা

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    মাছের মাথাতে নুন আর 1/4 চা চামচ হলুদগুঁড়ো মাখিয়ে সরষের তেলে ভেজে তুলে রাখুন।

  2. 2

    অন্যদিকে ডাল জল দিয়ে সেদ্ধ হতে দিন। সেদ্ধ হয়ে এলে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন।

  3. 3

    এবার মাছের মাথা ভাজা তেলে তেজপাতা, ছোট এলাচ, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিন। এবার থেঁতো করা রসুন দিন। পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন।

  4. 4

    এবার আদা বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে কষিয়ে সেদ্ধ ডাল আর মাছের মাথা দিয়ে ফুটতে দিন। মাছের মাথা খুন্তি দিয়ে একটু ভেঙে দিন হাল্কা হাতে। কিছুক্ষণ পর নামিয়ে নিন। তারপর গরম গরম ভাত, ঝুরি আলুভাজা বা বেগুনির সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ananya Roy
Ananya Roy @cook_ananyaroy
Kolkata
I love cooking. Want to learn more cooking recipes.
আরও পড়ুন

Similar Recipes