লুচি ও নিরামিষ ঘুগনি(Luchi o niramish ghugni recipe in bengali)

Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra

লুচি ও নিরামিষ ঘুগনি(Luchi o niramish ghugni recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-35 মিনিট
2-3 জন
  1. লুচির জন্য লাগবে:-
  2. 2 কাপময়দা
  3. 1টেবিল চামচ তেল ময়ানের জন্য
  4. 1/4 চা চামচনুন
  5. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল
  6. ঘুগনি র জন্য লাগবে:-
  7. 2 কাপঘুগনির মটর
  8. 1 টাআলু ছোট ডুমো করে কাটা(ঐচ্ছিক)
  9. 1/2 কাপনারকোল কুচি
  10. 1টেবিল চামচ আদা বাটা
  11. 1 চা চামচহলুদ গুঁড়ো
  12. 1 চা চামচজিরে গুঁড়ো
  13. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  14. 2 টোটমেটোর পেস্ট
  15. 2-3টেবিল চামচ টক দই ফেটানো
  16. স্বাদ মতনুন ও চিনি
  17. ফোঁড়নের জন্য লাগবে:-
  18. 1/2 চা চামচগোটা জিরে
  19. 2-3 টেগোটা শুকনো লঙ্কা
  20. 2 টোতেজপাতা
  21. ভাজা মশলার জন্য লাগবে:-
  22. 1 চা চামচগোটা জিরে
  23. 1/2 চা চামচগোটা ধনে
  24. 2-3 টেগোটা শুকনো লঙ্কা
  25. 2-3টেবিল চামচ ধনেপাতা কুচি
  26. 1 টেবিল চামচ ঘি
  27. প্রয়োজন মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30-35 মিনিট
  1. 1

    লুচি বানানোর জন্য, প্রথমে ময়দার মধ্যে নুন, তেল ও জল দিয়ে ভাল করে মেখে নিয়ে,কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে।
    কড়াই এ অনেক টা তেল গরম করে,মাখা ময়দার থেকে লেচি কেটে,গোল করে বেলে,ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরম গরম ফুলকো লুচি।

  2. 2

    এবার ঘুগনির জন্য, মটর ভাল করে ধুয়ে,জল দিয়ে সারা রাত/8-10 ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে।
    এরপর এই ভেজানো মটর প্রেসার কুকারে 2 কাপ জল দিয়ে,2-3 হুইসেল দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  3. 3

    কড়াই এ তেল গরম করে,ফোরণ দিয়ে একটু নেড়ে,নারকোল কুচি ও আলু অল্প নুন দিয়ে ভাজতে হবে।
    এরপর আদা বাটা, হলুদ, জিরে,লঙ্কা অল্প জল দিয়ে গুলে দিতে হবে,ও ভাল করে কষতে হবে।
    টমেটো বাটা,নুন চিনি দিয়ে কষতে হবে।ফেটানো টক দই, ও সেদ্ধ করা মটর দিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষতে হবে।

  4. 4

    সেদ্ধ করা মটরের জল টা দিতে হবে ও ঢাকা দিতে হবে।
    বেশ ঘন হলে,ধনেপাতার কুচি, ভাজা মশলার গুঁড়ো, নারকোলের স্লাইস ও ঘি ছড়িয়ে গরম গরম লুচি/রুটি/পরোটা র সঙ্গে পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra
Ranna korte bhalo lage,natun ranna shikte ichha kore.My YouTube channelhttps://youtube.com/channel/UCZu1MBiyFIOuxczJY13gUUQ
আরও পড়ুন

Similar Recipes