সহজে ক্যারামেল পুডিং (Easy caramel pudding recipe in Bengali)

চিএালী
চিএালী @cook_31333893

সহজে ক্যারামেল পুডিং (Easy caramel pudding recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
4 জন
  1. 1 লিটার ক্রীম যুক্ত দুধ
  2. 1/2 কাপচিনি
  3. 1 টি ডিম
  4. 2 টোএলাচ, গুঁড়ো বা 1/2 চা চামচ ভ্যানিলা

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    1 লিঃ দুধ ফুটিয়ে 1/2 লিঃ করুন

  2. 2

    একটি প্যানে 2 চামচ চিনি দিয়ে আলতো করে নাড়ুন, চিনি গলে যাওয়ার পর আঁচ থেকে নামিয়ে নিন।

  3. 3

    যে পাএে পুডিং করবেন তাতে সমানভাবে ঢালুন।

  4. 4

    1টি ডিম ও তার সাথে 2 চামচ চিনি মিশিয়ে, ভালো করে ফাটান। চিনি মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

  5. 5

    এদিকে দুধ ঠান্ডা হলে তার সাথে ফেটানো ডিম+ চিনি মিশিয়ে আবার ফেটিয়ে নিন।

  6. 6

    যে পাএে লাল চিনির লেয়ার করে রেখেছেন, তার উপর দুধের মিশ্রণ দিন।

  7. 7

    বড়ো ডেকচি বা প্যানে জল গরম বসান। একটি স্ট্যান্ড জলের উপর রেখে তার উপর পুডিং এর পাএ টি বসান

  8. 8

    এমন ভাবে জলের স্তর রাখবেন, যাতে জল ফুটে পুডিং এর ভেতর না চলে যায়। উপর থেকে ঢাকা দেবেন। ঢাকার ফুটো টি কাগজ মুড়ে বন্ধ করে দেবেন।

  9. 9

    40/45 মিনিটে পুডিং তৈরি। এরপর ঠান্ডা হলে। একটি ডিশে উল্টো করে পুডিং ঢালুন।

  10. 10

    ক্যারামেল পুডিং তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
চিএালী
চিএালী @cook_31333893
আমি একটি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্কুল পরিচালনা করি। স্কুলের নাম *স্নেহনীড়* আমার প্রতিদিন নতুন নতুন রান্না করার নেশা, এই রান্না আমায় আনন্দ দেয়। কুকুপ্যাড আমায় সেই সুযোগ দিয়েছে। কুকুপ্যাড কে ধন্যবাদ🙏💕।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes