ডালের বড়া (Dal vada recipe in Bengali)

Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01

#ebook6
#week12
গরম গরম খিচুড়ি অথবা গরম ভাতে ডালের সাথে কিংবা স্ন্যাক্সে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে।

ডালের বড়া (Dal vada recipe in Bengali)

#ebook6
#week12
গরম গরম খিচুড়ি অথবা গরম ভাতে ডালের সাথে কিংবা স্ন্যাক্সে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
২-৩ জনের জন্য
  1. ১কাপ মুসুর ডাল
  2. ১ চা চামচ আদা বাটা
  3. ২টি কাঁচা লঙ্কা কুচি
  4. ১টেবিল চামচ ধনেপাতা কুচি
  5. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  6. ১টি পেঁয়াজ কুচি
  7. স্বাদ অনুযায়ীলবণ
  8. পরিমাণ অনুযায়ীতেল

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    প্রথমে মুসুর ডাল ভিজিয়ে রাখতে হবে। পনেরো মিনিট পর জল ছেঁকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    এরপর পেস্ট করা ডালের সাথে পিঁয়াজ কুচি, লঙ্কা ও ধনেপাতা কুচি, আদা বাটা ও লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ডালটাকে মাখিয়ে নিয়ে গোল গোল করে বড়ার আকারে বানিয়ে নিতে হবে।

  3. 3

    এবার কড়াতে পরিমাণ মতো তেল গরম করে বড়া গুলি লাল করে ভেজে নিতে হবে।

  4. 4

    এরপর পিঁয়াজ ও সসের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jharna Shaoo
Jharna Shaoo @jharnashaoo_01
আমি রান্না করতে ভালবাসি, নিত্য নতুন রান্না কুকপ্যাড থেকে শিখে বানানোর চেষ্টা করি।
আরও পড়ুন

Similar Recipes