আলু ফুলকপির ডালনা(Aloo fulkopir dalna Recipe in Bengali)

Sangita Das
Sangita Das @cook_30752514

আলু ফুলকপির ডালনা(Aloo fulkopir dalna Recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 2 টোআলু
  2. 1 টাফুলকপি
  3. পরিমাণ মত তেল
  4. 1টেবিল চামচ আদা বাটা একটা পিয়াজ বাটা
  5. 1 চা চামচহলুদ গুঁড়ো
  6. 4টে কাঁচা লঙ্কা বাটা
  7. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  8. 1টেবিল চামচ ধনে জিরা গুঁড়ো
  9. 1 চা চামচচিনি
  10. 2 টেবিল চামচ টক দই
  11. 2 টেবিল চামচ চ ঘি
  12. 1/2 চা চামচ গোটা জিরা
  13. 2 টো শুকনো লঙ্কা
  14. প্রয়োজন অনুযায়ী গোটা গরম মসলা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    কড়াতে তেল গরম করে করে গোটা জিরে, শুকনা লঙ্কা ও গোটা গরম মসলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা একটু চিনি দিয়ে ভাজতে হবে ভাজা হয়ে গেলে আদা বাটা, হলুদ, লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো,ধনে জিরে গুঁড়ো ও টক দই দিয়ে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসবে

  2. 2

    অন্য দিকে ফুলকপি ও আলু নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে

  3. 3

    তেল ছেড়ে এলে আলু কপি গুলো দিয়ে ভালো করে মেশাতে হবে অল্প জল দিয়ে ফোটাতে হবে
    ফুটে মাখা মাখা হয়ে এলে ঘি ছড়িয়ে দুমিনিট ঢাকা দিয়ে রাখতে হবে

  4. 4

    দুমিনিট বাদে ঢাকা খুলে মিশিয়ে নামিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sangita Das
Sangita Das @cook_30752514

মন্তব্যগুলি

Similar Recipes