পটল মিষ্টি। (potol mishti recipe in Bengali)

Ruby Bose
Ruby Bose @rubyz2

#LSR
#week3
লক্ষীপূজো উপলক্ষে পটল মিষ্টি বানিয়েছি।

পটল মিষ্টি। (potol mishti recipe in Bengali)

#LSR
#week3
লক্ষীপূজো উপলক্ষে পটল মিষ্টি বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩ থেকে ৪ জন
  1. ৪০০ গ্রামপটল
  2. ৭৫০ লিটার দুধ
  3. ২৫০ গ্রাম+ ২ টেবিল চামচ চিনি
  4. ১ টেবিল চামচ পেস্তা কুচি
  5. ১ টেবিল চামচ কিসমিস কুচি
  6. ১ টেবিল চামচ কাজুবাদাম কুচি
  7. ২ টেবিল চামচ কনডেন্সড মিল্ক

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    পটল ভালো করে ধূয়ে,খোসা ছাড়িয়ে, মাঝখানে চিরে ভিতরের বিচি বের করে নিয়েছি।

  2. 2

    ১০ মিনিট পটল গুলো জলে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে টিসু পেপার দিয়ে জল মুছে নিতে হবে।

  3. 3

    ২৫০ গ্রাম চিনি ও ৪০০ লিটার জল দিয়ে ঘন সিরা তৈরি করে সেদ্ধ পটল গুলো দিয়ে আরো ৫ মিনিট ফুটিয়ে নামিয়ে ১৫ মিনিট সিরায় ডুবিয়ে রাখতে হবে।

  4. 4

    দুধ জাল দিয়ে আগের তৈরী করা ছানার জল দিয়ে ছানা কেটে জল দিয়ে ভালো করে ধূয়ে জল ছরিয়ে নিয়েছি।

  5. 5

    ভারি তলা থাকা পাত্রে ছানা ও চিনি দিয়ে মোদে নিয়ে আচে বসিয়ে নাড়াচাড়া করতে হবে। কিছু ক্ষন পর মন্ড মতো হয়ে আসবে। সেই সময় কনডেন্সড মিল্ক ও কুচি করা ড্রাই ফ্রুট দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি।

  6. 6

    চিনির সিরা থেকে পটল গুলি উঠিয়ে নিয়ে তৈরি করা ছানার পুর সাবধানে ভোরে দিতে হবে।

  7. 7

    পটল সন্দেশ গুলো প্লেটে সাজিয়ে উপরে কিসমিস ও কাজু দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ruby Bose
Ruby Bose @rubyz2
আমি রান্না করতে খুব ভালোবাসি।নতুন নতুন রান্না করা আমার শখ ও তার সাথে এক্সপেরিমেন্ট ও চলতে থাকে। বলা বাহুল্য খেতে ও ভালোবাসি।বিভিন্ন ধরনের আর নানা দেশের খাবার চেখে দেখা আমার দুর্বলতা বটে।
আরও পড়ুন

Similar Recipes