আলুর দম (Aloor dum recipe in Bengali)

Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

#KRCI
Week1

আলুর দম (Aloor dum recipe in Bengali)

#KRCI
Week1

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৪টেচন্দ্রমুখী আলু
  2. ১টাপিয়াঁজ
  3. ১/২চা চামচআদা রসুন বাটা
  4. ১টাটমেটো
  5. ৪ চা চামচসরষের তেল
  6. পরিমাণ মতো গোটা জিরে ,তেজ পাতা ফোড়ন এর জন্য
  7. স্বাদ অনুযায়ীনুন
  8. ১/৪চামচহলুদ গুঁড়ো
  9. ১/৪চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  10. ১/৪চা চামচধনে জিরে গুঁড়া
  11. ১/৪চা চামচগরম মসলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আলু ধুয়ে ডুমো করে কেটে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াই তে তেল গরম করে তাতে গোটা জিরে তেজ পাতা ফোড়ন দিয়ে তাতে পিয়াঁজ কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে তাতে আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একে একে সব মসলা দিয়ে খুব ভাল করে কষতে হবে।

  3. 3

    এবার তাতে আলু দিয়ে আরো কষিয়ে তেল ছেড়ে আসলে পরিমাণ মত জল দিয়ে ঢাকা দিয়ে রান্না করতে হবে এবার আলু সেদ্ধ হয়ে এলে ঝোল মাখা মাখা হলে ওপর থেকে গরম মসলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rumpa Mandal
Rumpa Mandal @cook_19700319

Similar Recipes