টক ঝাল মিষ্টি ফুচকা (Tak Jhal Mishti Fuchka recipe in Bengali)

Sumita Roychowdhury
Sumita Roychowdhury @Sumita_26
Kolkata

#jcr
আমি বানিয়ে ফেললাম দারুন টেস্টি মুখরোচক চটপটা.......
টক ঝাল আলুর পুর ভরা.....
টক মিষ্টি দই ফুচকা

টক ঝাল মিষ্টি ফুচকা (Tak Jhal Mishti Fuchka recipe in Bengali)

#jcr
আমি বানিয়ে ফেললাম দারুন টেস্টি মুখরোচক চটপটা.......
টক ঝাল আলুর পুর ভরা.....
টক মিষ্টি দই ফুচকা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০ মিনিট
৪ জন
  1. ১ + ১/২ কাপ আটা
  2. ২ চা চামচ ময়দা
  3. ২ চা চামচ চালের গুঁড়ো
  4. ১ চা চামচ বেকিং সোডা
  5. স্বাদ অনুযায়ী নুন
  6. পরিমাণ মতো তেল
  7. ১ টা আলু সেদ্ধ
  8. ১ চা চামচ ভাজা জিরে ও শুকনোলংকার গুঁড়ো
  9. ২টো কাঁচালংকা কুচি করে কাটা
  10. ১ চা চামচধনেপাতা কুচি করে কাটা
  11. ১ চা চামচ গন্ধরাজ লেবুর রস
  12. ১ কাপ টক দই
  13. ২ চা চামচটমেটো সস্
  14. ১/২ চা চামচ বিট নুন

রান্নার নির্দেশ সমূহ

৫০ মিনিট
  1. 1

    প্রথমে আটা, ময়দা, নুন, তেল, চালের গুঁড়ো ও বেকিং সোডা সব একসাথে মিশিয়ে জল দিয়ে মেখে নিতে হবে এবং একটা ড্যাম্প কাপড় দিয়ে ১ ঘণ্টা ঢাকা দিয়ে রাখতে হবে।

  2. 2

    এরপরে ডো ভালো ভাবে আর একবার ঠেসে নিয়ে বড়ো গোল করে লেচি কেটে রাখতে হবে।

  3. 3

    এবারে বড়ো রুটির মতো বেলে ছোট কৌটোর ঢাকা দিয়ে ছোট ছোট গোল করে কেটে কেটে নিতে হবে।

  4. 4

    এবারে একটি নন্ স্টিক কড়া গ্যাসে বসিয়ে কড়া গরম হলে তাতে তেল দিয়ে, গরম তেলে গোল গোল করে কাটা পিস্ গুলো দিয়ে ভেজে তুলে নিতে হবে।

  5. 5

    এবারে ফুচকা গুলো একটা প্লেটে রাখতে হবে।
    এরপরে সেদ্ধ আলু একটা বাটিতে নিয়ে তাতে নুন, ধনেপাতা কুচি, ভাজা জিরে ও শুকনোলংকার গুঁড়ো এবং কাঁচালংকা কুচি গুলো দিয়ে ভালো ভাবে মিশিয়ে চটকে মেখে নিতে হবে।
    শেষে গন্ধরাজ লেবুর রস টা মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল টক ঝাল আলুর পুর।

  6. 6

    এরপরে অন্য আর বাটিতে টক দই টা নিয়ে তাতে বিট নুন ও টমেটো সস্ মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অপূর্ব টেস্টের টক মিষ্টি দই।

  7. 7

    ব্যস তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের মুখরোচক চটপটা.......
    টক ঝাল মিষ্টি.......
    দই ফুচকা 😋😋

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumita Roychowdhury
Kolkata
I am a School Principal, cooking is my passion and I love to experiment with the ingredients and create something yummilicious.
আরও পড়ুন

Similar Recipes