ওয়াই ওয়াই চাট (Wai wai chaat recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

#jcr
খুব সহজেই এই চাট বানিয়ে ফেলা যায় ,হটাৎ বাড়িতে যদি কচি কাচার দল এসে পড়ে।ভীষণ খুশি হয় এই ওয়াই ওয়াই চাট ছোটরা যদি পায়।আমি ঝটপট বানিয়ে নিয়েছি আজ এই চাট।

ওয়াই ওয়াই চাট (Wai wai chaat recipe in Bengali)

#jcr
খুব সহজেই এই চাট বানিয়ে ফেলা যায় ,হটাৎ বাড়িতে যদি কচি কাচার দল এসে পড়ে।ভীষণ খুশি হয় এই ওয়াই ওয়াই চাট ছোটরা যদি পায়।আমি ঝটপট বানিয়ে নিয়েছি আজ এই চাট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

0 মিনিট
২ জন।
  1. ১ টি ওয়াই ওয়াই প্যাকেট ১০ টাকার
  2. ১ টি শসা
  3. ১ টাপিয়াঁজ
  4. পরিমান মতোধনে পাতা
  5. ২ টি কাঁচা লঙ্কা
  6. স্বাদমতোনুন
  7. ১ টি পাতিলেবু
  8. ১ চা চামচ চাট মশলা
  9. ৩ চা চামচ ঝুড়ি ভাজা

রান্নার নির্দেশ সমূহ

0 মিনিট
  1. 1

    প্রথমে ওয়াই ওয়াই ছোটো ছোটো করে টুকরো করে নিতে হবে। এ তার সাথে ওপর একটি পাত্রে শসা, পিয়াঁজ,লঙ্কা,ধনে পাতা ভালো করে ধুয়ে কেটে রাখতে হবে।

  2. 2

    এবার একটি পাত্রে ওয়াই ওয়াই গুলো রেখে তার উপর কুচিয়ে রাখা শসা, পিয়াঁজ,ধনেপাতা,লঙ্কা সব দিয়ে দিতে হবে, এড করতে হবে নুন পরিমান মতো। একই সাথে চাট মসলা ও দিয়ে দিতে হবে।

  3. 3

    এবার মেখে নিতে হবে ভালো করে।লেবু রস করে নিতে হবে,আর ওই রস সব শেষে দিতে হবে, ওয়াই ওয়াই ক্রমশ মজে যাবে ।সব শেষে উপর থেকে ঝুড়ি ভাজা ছড়িয়ে দিতে হবে,আর সামান্য একটু চাট মসলা আবার ও ছড়িয়ে দিতে হবে।এবার প্লেটিং করে সার্ভ করতে হবে।বন্ধুরা অনেক চাট তো খেয়েছেন এটা একবার করে খাবেন,ভীষণ ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

মন্তব্যগুলি

Similar Recipes