পাপড়ি চাট(papri chaat recipe in Bengali)

Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

#ইভিনিং স্ন্যাক্স
কোলকাতার রাস্তার দোকানের মতো পাপড়ি চাট বাড়িতে বানিয়ে নিন

পাপড়ি চাট(papri chaat recipe in Bengali)

#ইভিনিং স্ন্যাক্স
কোলকাতার রাস্তার দোকানের মতো পাপড়ি চাট বাড়িতে বানিয়ে নিন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০
  1. ৪কাপময়দা
  2. ১টা শসা
  3. ১/২ চা চামচকালোজিরা
  4. ৪টি আলু সিদ্ধ
  5. ১ টিলেবু
  6. প্রয়োজন অনুযায়ী তেঁঁতুলের আচার বা এর পরিবতে টমেটো সস বা তেঁতুলের পাল্প দিতে পারেন
  7. ১ চা চামচভাজা মসলা
  8. ২ চা চামচচাট মসলা
  9. ২ টেবিল চামচমাঝারী সাইজের পে‍ঁয়াজ কুচি
  10. প্রয়োজন অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি
  11. প্রয়োজন অনুযায়ীঝুড়িভাজা
  12. প্রয়োজন অনুযায়ীপাপড়ি ভাজার জন্য সাদাতেল

রান্নার নির্দেশ সমূহ

৩০
  1. 1

    ময়দা, কালোজিরা, সাদাতেল দুই চা চামচ, সামানো লবণ দিয়ে একটু সক্ত করে মেখে নিয়ে ৩০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

  2. 2

    আলু, পেঁয়াজ, শসা, লঙ্কা কুচি করে কেটে নিন।মেখে রাখা ময়দা থেকে লেচি কেটে নিন।

  3. 3

    লেচি রুটির আকারে বেলেনিন । এবার একটা কাঁটা চামচ দিয়ে রুটির উপর একটু ছিদ্র করে দিন । না হলে পাপড়ি চেপটা থাকবে না ফুলে ফুচকার মতো হয়ে যাবে।

  4. 4

    এবার ছোটো ঢাকনার সাহাজে পাপড়ির আকারে কেটে নিন ।

  5. 5

    এবার তেল গড়ম করে পাপড়ি গুলো ভেজে নিন। সব পাপড়ি ভাজা হয়েগেলে । পাপড়ি প্লেটে সাজিয়ে নিন।

  6. 6

    একটা প্রাত্রে আলু, পিয়াজ, শসা, লঙ্কা কুচি দিন । তেতুলের আচার, বিট লবণ, চাট মসলা, ভাজা মসলা দিয়ে মেখে নিন ।

  7. 7

    এবার পাপড়ি উপরে টমেটো সস দিন সামান ভাজা মসলা আর চাট মসলা ছরিয়ে দিন । মেখে রাখা আলু দিন ও পরে পাতিলেবু চিপে দিন সামানো চাট মসলা ছরিয়ে দিন । ও পরে ঝুড়িভাজা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shilpa Naskar
Shilpa Naskar @cook_22043912

Similar Recipes