গাজরের রসগোল্লা (Gajorer rosogolla recipe in Bengali)

Puja Adhikary (Mistu)
Puja Adhikary (Mistu) @mistimistu

#DSR1
গাজর দিয়ে নতুন কিছু ট্রাই করে দেখলাম। দীপাবলি ও ভাইফোঁটা স্পেশাল বানালাম গাজরের রসগোল্লা।

গাজরের রসগোল্লা (Gajorer rosogolla recipe in Bengali)

#DSR1
গাজর দিয়ে নতুন কিছু ট্রাই করে দেখলাম। দীপাবলি ও ভাইফোঁটা স্পেশাল বানালাম গাজরের রসগোল্লা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
10 জন
  1. 150 গ্রামগাজর
  2. 350 গ্রামছানা
  3. পরিমাণমতোময়দা
  4. স্বাদমতোচিনি
  5. 2 টিএলাচ

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে ছানা টা ভাল করে মথে নিন। মসৃণ হয়ে যায় যেন। গাজর সেদ্ধ করে নিন । গাজর ম্যাশ করে নিন।

  2. 2
  3. 3

    তারপর 75 ভাগ ছানার সাথে 25 ভাগ গাজর মিশিয়ে নিন । গাজর ভাল করে মিশিয়ে গেলে ছোটো ছোটো গোল্লা বানিয়ে নিন।

  4. 4

    তারপর কড়াইয়ে চিনি অল্প জল দিন ও এলাচ দিয়ে সিরা বানিয়ে নিন। গরম জল করে নিন আগে।

  5. 5

    তারপর করে রাখা গোল্লা দিয়ে ফুটিয়ে নিন। ফুটলে গরম জল 2-3 হাতা দিয়ে ভাল করে ফুটিয়ে নিন।

  6. 6

    তারপর হয়ে গেলে নামিয়ে নিন। তারপর ভাইদের সার্ভ করে দিন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Puja Adhikary (Mistu)
আমি রান্না করতে ভালোবাসি। রান্না করে আমি খুব আনন্দ পায় ।
আরও পড়ুন

Similar Recipes