সেমাইয়ের ল্যাংচা(semai er lyangcha recipe in Bengali)

Puja Adhikary (Mistu)
Puja Adhikary (Mistu) @mistimistu

# রথযাত্রা স্পেশাল
#ry
সেমাই দিয়ে ট্রাই করে দেখলাম।

সেমাইয়ের ল্যাংচা(semai er lyangcha recipe in Bengali)

# রথযাত্রা স্পেশাল
#ry
সেমাই দিয়ে ট্রাই করে দেখলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4জন
  1. 1 কাপসেমাই
  2. 1.5কাপদুধ
  3. 1 কাপময়দা
  4. পরিমাণ মতসাদা তেল
  5. 1 কাপচিনি
  6. 2-3 টাএলাচ
  7. 2টেবিল চামচগুঁড়ো দুধ

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে সেমাই টা তেল দিয়ে ভাল করে ভেজে নিন। তারপর দুধ টা দিয়ে নেড়ে নিন।

  2. 2

    তারপর সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন ও ময়দা, গুড়ো দুধ দিয়ে ভাল করে মিশিয়ে দিন।

  3. 3

    এরপর ডো বানিয়ে নিন। তারপর লেচি কেটে গোল গোল করে লম্বা লম্বা করে করে গড়ে নিন।

  4. 4

    এরপর কড়াইয়ে তেল গরম করে ভেজে নিন। অন্যদিকে চিনি সিরা বানিয়ে নিন।

  5. 5

    এরপর ল্যাংচা গুলো ভেজে তুলুন এবং চিনির সিরা তে ডুবিয়ে রাখুন। কিছু ক্ষণ পর পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Puja Adhikary (Mistu)
আমি রান্না করতে ভালোবাসি। রান্না করে আমি খুব আনন্দ পায় ।
আরও পড়ুন

Similar Recipes