পাউরুটির দুধ পুলি পিঠে (paurutir doodh puli recipe in Bengali)

Puja Adhikary (Mistu)
Puja Adhikary (Mistu) @mistimistu


পাউরুটি দিয়ে নতুন কিছু ট্রাই করে দেখলাম। এটা আমি রেসিপি দেখতে দেখতে দেখলাম। ও ট্রাই করে দেখলাম সত্যি খুবই সুন্দর খেতে।

পাউরুটির দুধ পুলি পিঠে (paurutir doodh puli recipe in Bengali)


পাউরুটি দিয়ে নতুন কিছু ট্রাই করে দেখলাম। এটা আমি রেসিপি দেখতে দেখতে দেখলাম। ও ট্রাই করে দেখলাম সত্যি খুবই সুন্দর খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
4জন
  1. 12 স্লাইস ব্রেড
  2. স্বাদ অনুযায়ীনুন (সবার স্বাদ আলাদা তো)
  3. 1 লিটারদুধ
  4. 2-3 টাএলাচ
  5. 250 গ্রামচিনি
  6. 1/2 কাপময়দা/চালের গুঁড়ো
  7. 1/2 কাপনারকেল কোরা
  8. 1/2 কাপআখের গুড়
  9. 1 টিতেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে স্লাইস ব্রেড ধার গুলো কেটে নিন। তারপর মিক্সিতে গুড়ো করে নিন।

  2. 2

    এরপর কড়াইয়ে দুধ জ্বাল দিয়ে দিন।

  3. 3

    তারপর হাফ দুধ তুলে রাখুন।

  4. 4

    তারপর হাফ দুধে পাউরুটি গুড়ো টা দিয়ে নেড়ে নিন।

  5. 5

    নুন 1চিমটি দিন।ডো টা ছেড়ে এলে নামিয়ে নিন ও ময়দা দিয়ে মথে নিন। অন্য একটি কড়াইয়ে নারকেল কোরা ও গুড় দিয়ে ভাল করে ভেজে পুর তৈরি করুন।

  6. 6

    তারপর ডো থেকে লেচি কেটে পুর ভরে নিন ও মুড়ে নিন ভাল করে। এরপর কড়াইয়ে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন।

  7. 7

    তারপর পিঠে গুলো দিয়ে দিন। সেদ্ধ হতে দিন। এরপর তেজপাতা ও এলাচ টা দিয়ে দিন।

  8. 8

    নামানোর আগে চিনি ও নুন দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর নামিয়ে নিন ও পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Puja Adhikary (Mistu)
আমি রান্না করতে ভালোবাসি। রান্না করে আমি খুব আনন্দ পায় ।
আরও পড়ুন

Similar Recipes