চিকেন ফিঙ্গার (Chicken finger recipe in Bengali)

ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

#baburchihut
#স্ন্যাক্স

চিকেন ফিঙ্গার (Chicken finger recipe in Bengali)

#baburchihut
#স্ন্যাক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৬থেকে ৭মিনিট।
৪জন।
  1. ১বাটিচিকেন কিমা ছোট
  2. ১ চা চামচ আদা রসুন বাটা
  3. ২ টোকাঁচালঙ্কা কুচি
  4. ১চা চামচলেবুর রস
  5. ১ চা চামচগোলমরিচ গুঁড়ো
  6. ১/২ চা চামচচিলি ফ্লেক্স
  7. স্বাদ মতোনুন
  8. ১টাডিম
  9. ১বাটিব্রেড ক্রাম্ব ছোট
  10. ১ চা চামচকর্ণফ্লাওয়ার
  11. ১টাআলু সিদ্ধ ছোট
  12. পরিমাণ মতোসাদা তেল ভাজার জন্য
  13. পরিমাণমতোধনেপাতা কুচি অল্প

রান্নার নির্দেশ সমূহ

৬থেকে ৭মিনিট।
  1. 1

    কিমা টা ধুইয়ে নুন, আদা রসুন বাটা, কাঁচা লংকা কুচি, আর লেবুর রস দিয়ে মেখে রাখতে হবে অন্তত ১০মিনিট।

  2. 2

    এবার ওতে, ধনেপাতা কুচি, গোলমরিচ গুরো, চিলি ফ্লেক্স মেশাতে হবে।

  3. 3

    এ বার আলু সিদ্ধ গ্রেট করে মাখতে হবে।

  4. 4

    অন্য একটা বাটিতে কর্ণ ফ্লাওয়ার, ডিম একটু নুন আর গোলমরিচ গুরো দিয়ে ফাটিয়ে রাখতে হবে।

  5. 5

    এবার ঐ তৈরি করা চিকেন কিমার মিশ্রণ থেকে অল্প করে নিয়ে লম্বা লম্বা করে আঙুলের শেপ দিয়ে ডিমের গোলায় ডুবিয়ে ব্রেডক্রাম মাখিয়ে ডিপ ফ্রাই করতে হবে।

  6. 6

    সস্ বা কাসুন্দি র সাথে পরিবেশন করতে হবে গরম গরম চিকেন ফিংগার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
ÝTumpa Bose
ÝTumpa Bose @Tumpacook_25061140

Similar Recipes