ফ্রায়েড পনীর ডাম্প্লিংস উইথ রোস্টেড পিস্ ( Fried paneer dumpling with roasted peas recipe in Bengal

Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

#স্ন্যাক্স
#BaburchiHut
সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স ছাড়া আমরা ভাবতেই পারিনা। টুকটাক মুখ চালানোর জন্য মুখরোচক কিছু লাগবেই তাই ফ্রায়েড পনীর ডাম্প্লিংস উইথ রোস্টেড পিস্ নিয়ে হাজির হলাম। বাচ্চাদের জন্য বানানো তাই বেশি ঝাল দিনি তবে আপনারা ইচ্ছা হলে দিতে পারেন । সঙ্গে ঝাল ঝাল সস্ দিয়ে পরিবেশন ও করতে পারেন।

ফ্রায়েড পনীর ডাম্প্লিংস উইথ রোস্টেড পিস্ ( Fried paneer dumpling with roasted peas recipe in Bengal

#স্ন্যাক্স
#BaburchiHut
সন্ধ্যাবেলা চায়ের সঙ্গে স্ন্যাক্স ছাড়া আমরা ভাবতেই পারিনা। টুকটাক মুখ চালানোর জন্য মুখরোচক কিছু লাগবেই তাই ফ্রায়েড পনীর ডাম্প্লিংস উইথ রোস্টেড পিস্ নিয়ে হাজির হলাম। বাচ্চাদের জন্য বানানো তাই বেশি ঝাল দিনি তবে আপনারা ইচ্ছা হলে দিতে পারেন । সঙ্গে ঝাল ঝাল সস্ দিয়ে পরিবেশন ও করতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৪ জন
  1. ১ কাপ পনীর
  2. ১ কাপ মটরশুঁটি
  3. ১/২ কাপ আটা
  4. ১/২ কাপ ময়দা
  5. ১ টি ছোট পেঁয়াজ কুচি
  6. ১ টি কাঁচালঙ্কা কুচি
  7. ১/২ চা চামচ জোয়ান
  8. ১ টেবিল চামচ অরিগ্যানো
  9. ১/৪ চা চামচ গার্লিক পাউডার
  10. ১ টেবিল চামচ ধনেপাতা কুচি
  11. স্বাদমতোনুন
  12. ১ কাপ রিফাইন্ড অয়েল
  13. পরিমাণ মত ঈসৎ উষ্ণ জল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে একটি প্যানে ১ টেবিল চামচ তেল দিতে হবে। তেল গরম হলে পেঁয়াজ কুচি, কাঁচালঙ্কা কুচি আর ২ টেবিল চামচ মটরশুঁটি দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে পনীর গুঁড়ো করে ভেঙে ছড়িয়ে দিতে হবে।

  2. 2

    এতে অরিগ্যানো, গার্লিক পাউডার আর নুন দিয়ে দিতে হবে। ভাজা ভাজা হয়ে এলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামাতে হবে।

  3. 3

    আটা, ময়দা,নুন, জোয়ান,রিফাইন্ড অয়েল এবং ঈসৎ উষ্ণ জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে

  4. 4

    এবার ডো থেকে কয়েকটি লেচি কেটে ছোট ছোট লুচির মত করে বেলে নিতে হবে।

  5. 5

    একটির উপর কিছুটা পনীরের পুর ভরে উপরে আরেকটি দিয়ে চেপে সাবধানে ডাম্প্লিং গুলো মুড়ে নিতে হবে। এবার কাঁটা চামচ দিয়ে ডাম্প্লিংয়ের চারপাশে চেপে চেপে দিতে হবে।

  6. 6

    তেল গরম হলে ডাম্প্লিং গুলো দিয়ে দিতে হবে। দুপিঠ লাল করে ভেজে তুলে নিতে হবে।

  7. 7

    একটি গ্রিল প্যানে সামান্য অয়েল ব্রাশ করে মটরশুঁটি গুলো দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে নামাতে হবে। এগুলো ফ্রায়েড ডাম্প্লিং গুলোর সঙ্গে সস্ সহযোগে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Disha D'Souza
Disha D'Souza @cook_12047897

Similar Recipes