রোস্টেড টমেটো (roasted tomato recipe in Bengali)

Chhanda Nandi
Chhanda Nandi @Ribhu
খড়গপুর

#JSR
টমেটো দিয়ে কি বানাবো ভাবতে ভাবতে এই প্রিপারেশন টা মাথায় এলো। সন্ধে বেলা চায়ের সাথে ভীষণ ভালো একটা প্রিপারেশন।

রোস্টেড টমেটো (roasted tomato recipe in Bengali)

#JSR
টমেটো দিয়ে কি বানাবো ভাবতে ভাবতে এই প্রিপারেশন টা মাথায় এলো। সন্ধে বেলা চায়ের সাথে ভীষণ ভালো একটা প্রিপারেশন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20মিনিট
5জন
  1. 4 টেবড় টমেটো
  2. 1 টাডিম
  3. পরিমাণ মতপেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি
  4. প্রয়োজন মতধনেপাতা
  5. 3টেবিল চামচ ময়দা
  6. 1/2আলু সেদ্ধ
  7. স্বাদ মতনুন
  8. পরিমাণ মত ভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

20মিনিট
  1. 1

    একটু শক্ত দেখে নিতে হবে টমেটো গুলো। মোটা করে গোলগোল চাক চাক করে কেটে নিতে হবে।

  2. 2

    টমেটোর মধ্যখানের অংশ টা বাদ দিতে হবে।

  3. 3

    একটা পাত্রে ডিম, ময়দা,পেঁয়াজ কুচি,লঙ্কা কুচি, আলু সেদ্ধ, নুন, ধনে পাতা কুচি সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে একটা পুর তৈরি করতে হবে।

  4. 4

    এইবার ওই পুর টা টমেটো গুলোর ভেতরে চেপে চেপে ভরে ভরে দিতে হবে। ওপরে একটু করে ধনে পাতা দিয়ে দিতে হবে।

  5. 5

    খেতে দারুন হয়।। কেউ চাইলে এতে বাদাম, রসুন কোয়া দিয়ে দিতে পারে।।

  6. 6

    গ্রিল পানে তেল দিয়ে কম আঁচে টমেটোর দুই দিক ভালো করে ভেজে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chhanda Nandi
খড়গপুর
ভালো বাসা শুধু রান্নাতেই❤️❤️
আরও পড়ুন

মন্তব্যগুলি (4)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
So BeautifulHello dear 🙋
All your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

Similar Recipes