আটা ঠেকুয়া (Thekua recipe in bengali)

Puja Shaw
Puja Shaw @Puja_26602612

আটা ঠেকুয়া (Thekua recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৬ জন
  1. ১ কেজি আটা
  2. ৭৫০ গ্রাম গাওয়া ঘি
  3. ৪০০ গ্রাম আখের গুড়
  4. ৭৫ গ্রাম কাজু গুঁড়ো করা
  5. ৫০ গ্রাম কিসমিস গুঁড়ো করা
  6. ১/২ টা শুকনো নারকেল গুঁড়ো করা
  7. ১ টেবিল চামচ মৌরি
  8. ৫ টা শুকনো খেজুর গুঁড়ো করা
  9. ১২টা আলমন্ড বাদাম গুঁড়ো করা
  10. পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    সর্বপ্রথম আটা কে চেলে নিতে নেব আর গুড় কে আলাদা করে অল্প জলের মধ্যে ভিজিয়ে রেখে নেব জেনো ভালো করে আটা তে মেসানো জায়

  2. 2

    এবার কাজু,কিসমিস,শুকনো নারকেল, শুকনো খেজুর,আর আলমন্ড বাদাম কে শুকনো করে ভালো করে গুড়িয়ে নিতে হবে

  3. 3

    এবার আটটার মধ্যে গুঁড়ো করে নেওয়া সব ড্রাই ফুড গুলো দিয়ে দেব এবার মৌরি আর 100 গ্রাম ঘি দিয়ে ভাল করে আটা তে দুহাত দিয়ে মিশিয়ে নিতে হবে এবার জলের মধ্যে ভেজানো গুড় ট্রাকে অল্প অল্প দেব আর উপর নিচ করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর

  4. 4

    দেখা যাবে যে কিছু আটাটা ভিজে আছে আর কিছু আটা শুকনো মতো আছে এবার এই রকম পদ্ধতিতে সবগুলো উপর নিচ করে মিশিয়ে নিতে হবে আর লম্বা বা গোল করে সেপ দিয়ে দেব চেপে নেব বা ডিজাইন করে নেব এবার ঘি কে গরম করতে বসিয়ে দিয়েছি

  5. 5

    এবার অল্প অল্প করে ভেজে তুলে নিতে হবে ভাজার সময় গ্যাসের ফলেম টাকে মিডিয়াম রাখতে হবে দু পিঠে যখন ভাজা হয়ে যাবে তবে তুলে নিতে হবে এইটা হল ছট পুজোর সময় ঠাকুর কে আমরা কুলোর মধ্যে দেবাপ্রসাদ এই রকমে তৈরি করি এই টা হল পর্সাদ গাবা ঘি দিয়ে আটা ঠেকুয়া

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Shaw
Puja Shaw @Puja_26602612

Similar Recipes