কাঁচাকলার কোপ্তা কারি (kancha kolar kopta curry recipe in bengali)

Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

কাঁচা কলার কোপ্তা কারি একটি অতি উপাদেয় পদ। মাঝে মাঝে এধরনের রান্না করলে, রোজকার একঘেয়েমি কাটে এবং স্বাদ বদল হয়।

কাঁচাকলার কোপ্তা কারি (kancha kolar kopta curry recipe in bengali)

কাঁচা কলার কোপ্তা কারি একটি অতি উপাদেয় পদ। মাঝে মাঝে এধরনের রান্না করলে, রোজকার একঘেয়েমি কাটে এবং স্বাদ বদল হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৬ জনের জন্য
  1. ৪টিকাঁচা কলা
  2. ৪টিআলু
  3. ২টিটমেটো
  4. ১ ইঞ্চিআদার টুকরো
  5. ১ চা চামচগোটা ধনে
  6. ২চা চামচ গোটা জিরে
  7. ১ চা চামচ গোটা গরম মশলা
  8. স্বাদ মতনুন
  9. ১ চা চামচহলুদ গুঁড়ো
  10. ১ চা চামচকর্নফ্লাওয়ার
  11. ২টিশুকনো লঙ্কা
  12. ১/২কাপতেল
  13. ২চা চামচঘি
  14. ১ চা চামচচিনি
  15. ২টিকাঁচালঙ্কা
  16. ১ চা চামচ কাজু বাদাম কুচি
  17. ১২টিকিসমিস
  18. ২চা চামচধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    কাঁচা কলা ও আলু সামান্য নুন, হলুদ দিয়ে সিদ্ধ করে খোসা ছড়িয়ে নিয়ে একটি আলু সিদ্ধ ও একচামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নিলাম। এবার মাখা মন্ড থেকে ছোট ছোট গোলা সমান ভাগ করে নিলাম। এবার প্রত‍্যেক‌টার মধ্যে কাজুবাদাম ও কিসমিসের টুকরো দিয়ে কোপ্তার আকারে গড়ে নিলাম। গরম তেলে ভেজে তুলে নিলাম। কোপ্তা ভাজা হলে ঐ তেলে‌ই বাকী সিদ্ধ আলুর টুকরো ভেজে নিলাম।

  2. 2

    কড়াইতে বাকী তেলের মধ্যে ঘি দিলাম এক চামচ। এবার এক চিমটি গোটা জিরে ফোড়ন দিয়ে– আদা, টমেটো, শুকনো লঙ্কা, ধনে, বাকী জিরে, গোটা গরম মসলা একসঙ্গে মসৃণ করে বেটে নিয়ে কড়াইয়ে গরম তেলে দিলাম। নুন, হলুদ ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। এবার সিদ্ধ করে ভেজে রাখা আলু ও ভাজা কোপ্তা‌গুলো দিয়ে ফুটিয়ে নিলাম।

  3. 3

    একটা দুটো কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি ও এক চামচ ঘি ছড়িয়ে দিলাম উপর থেকে। সাদা ভাতের সঙ্গে দারুণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suparna Sarkar
Suparna Sarkar @suparnacookpad

Similar Recipes