প্যাটিস(patties recipe in bengali)

Sheela Biswas
Sheela Biswas @sheela_02

#GB1
#week1

বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় পেটিস। আর খেতে দোকানের থেকে ও সুস্বাদু।

প্যাটিস(patties recipe in bengali)

#GB1
#week1

বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায় পেটিস। আর খেতে দোকানের থেকে ও সুস্বাদু।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ কাপ ময়দা
  2. ১/৪ কাপ তেল
  3. আলুর মশলা তৈরি করার জন্য
  4. ১/৪ চা চামচ জিরা
  5. ২ টি আলু সেদ্ধ করা
  6. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ টা পেয়াঁজ কুচি
  8. ২ টো কাঁচা লঙ্কা কুচি
  9. ১ চা চামচ ধনে গুঁড়ো
  10. স্বাদ মতনুন
  11. মারজারিন তৈরি করার জন্য
  12. ১/২ কাপ বাটার
  13. ৩ চা চামচ ময়দা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটা বাউলে ময়দা,নুন ও তেল দিয়ে ময়ান দিয়ে তারপর অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর ঢেকে ১৫-২০ মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    তারপর কড়াইতে তেল দিয়ে জিরা ফোরন দিয়ে ওর মধ্যে পেয়াঁজ কুচি ও লংকা কুচি দিয়ে ভেজে নিতে হবে তারপর ওর মধ্যে আলু সেদ্ধ ম্যাশ করে দিতে হবে আর হলুদ গুঁড়ো,ধনে পাউডার ও নুন দিয়ে মিশিয়ে রেখে দিতে হবে।

  3. 3

    এবার মারজিন তৈরি করার জন্য একটা বাউলে বাটার ও ময়দা দিয়ে ফেটে নিতে হবে।

  4. 4

    তারপর ডো থেকে লেচি কেটে রুটির মত তৈরি করে নিতে হবে। সব গুলো একি ভাবে বেলে নিতে হবে।

  5. 5

    এবার একটা রুটি রেখে তার উপর মারজারিন লাগিয়ে উপর থেকে একটু সুকনো ময়দা ছড়িয়ে তার উপর আবার রুটির লেয়ার দিতে হবে এই ভাবে ৪-৫ বার এই প্রোসেস করতে হবে তারপর সব লেয়ার ফোল্ড করে কেটে ছোট ছোট লেচি কেটে নিতে হবে।

  6. 6

    তারপর একটা লেচি নিয়ে বেলে চকোন কেটে তার মধ্যে আলুর মশলা ভরে সাইড থেকে ময়দার আটা দিয়ে বন্ধ করে দিতে হবে সব গুলো একি ভাবে তৈরি করে নিতে হবে।

  7. 7

    এবার একটা প্লেটে রেখে মাইক্রোভেন ১৮০৹ C তে ১৫-২০ মিনিট বেকড করে নিতে হবে।

  8. 8

    এবার একটা সর্ভিং প্লেটে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sheela Biswas
Sheela Biswas @sheela_02
কুকপ্যাড আমাদের হোম সেফদের জন্য এতো বড় একটা প্ল্যাটফর্ম করে দিয়েছে তার জন্য কুকপ্যাড কে জানাই অসংখ্য ধন্যবাদ 🙏🙏
আরও পড়ুন

মন্তব্যগুলি (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
@sheela_02 DeliciousAll your recipes are yummy & delicious . You can check my profile and like, comment, follow me if u wish 😊😊

Similar Recipes