চিকেন রেশমি কাবাব(chicken reshmi kabab in Bengali)

Gayatri Banerjee
Gayatri Banerjee @cook_20951767
কলকাতা

#রন্ধনেবাঙালি
#চিকেন
খুব সহজেই চটজলদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়।

চিকেন রেশমি কাবাব(chicken reshmi kabab in Bengali)

#রন্ধনেবাঙালি
#চিকেন
খুব সহজেই চটজলদি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০ গ্রাম বোনলেস চিকেন
  2. ১০০ গ্রাম টকদই
  3. ৪ টেবিল চামচ ফ্রেশ ক্রিম
  4. ২ টেবিল চামচ আদা রসুন বাটা
  5. ১ টেবিল চামচ কসুরি মেথি
  6. ১ চা চামচ গোলমরিচ
  7. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  8. ১ চা চামচ জিরা গুঁড়ো
  9. স্বাদ অনুযায়ীনুন
  10. ১ টেবিল চামচ পাতিলেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমেই আড়াইশো গ্রাম চিকেন টকদই ফ্রেশ ক্রিম কাসুরি মেথি গোলমরিচ আদা-রসুন বাটা নুন গরম মশলা গুঁড়ো জিরেগুঁড়ো দিয়ে ভাল করে মেখে নিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে।

  2. 2

    দু'ঘণ্টা পর কাবাব স্টিকে চিকেন গুলো এক এক করে গেঁথে নিতে হবে। একটা স্টিকে ৩টে চিকেন দিতে হবে। এরকম করে আরো একটি স্টিকে চিকেন গুলো গেঁথে নিতে হবে।

  3. 3

    তাওয়া ভালো গরম করে নিয়ে তাতে বাটার ব্রাশ করতে হবে। এরপর চিকেন স্টিক গুলো দিতে হবে। পাঁচ মিনিট বাদে বাদে সেগুলোকে উল্টে পাল্টে নিতে হবে এবং মাঝেমাঝেই বাটার ব্রাশ করতে হবে এবং উল্টে দিতে হবে। এরম করে 4 সাইড ভালো করে কুক হয়ে গেলে এবং চিকেনের রং একটু পোড়া পোড়া হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Gayatri Banerjee
Gayatri Banerjee @cook_20951767
কলকাতা
আমি একজন গৃহবধূ ।। তবে হাতের কাজের ছোট একটি স্কুল আছে যেখানে মেয়েরা আসে নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য।। কুরুশের কাজ শিখে তারা বাড়িতে বসে ব্যবসা করে।।প্রিয় মানুষগুলোর জন্য তাদের পছন্দসই পদ নিজের হাতে রান্না করে তাদের খাওয়াতে খুব ভালোবাসি।।
আরও পড়ুন

Similar Recipes