ক্রিসমাস কেক(Christmas cake recipe in bengali)

Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

ক্রিসমাস কেক(Christmas cake recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
১জন
  1. ২প‍্যাকেট ডাইজেস্টিভ বিস্কুট
  2. ১প‍্যাকেট বাটার/মাখন
  3. ১প‍্যাকেট ক্রিম চীজ
  4. ১টি লেবু
  5. ১চা চামচ ভ‍্যানিলা এসেন্স
  6. ১প‍্যাকেট ফ্রেশ ক্রিম
  7. ১প‍্যাকেট স্ট্রবেরি
  8. ১/২কাপ চিনির গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    ১মে গ‍্যাস অন করে স্ট্রবেরীকে ১টি প‍্যানে জল দিয়ে জ‍্যাম বানিয়ে নিবেন।তারপর বিস্কুট গুলোকে মিক্সিতে গুড়ো করে নিবেন।তারপর কেকের বাটিতে বাটার দিয়ে গ্ৰিজ করে নিবেন।

  2. 2

    এরপর বিস্কুটের গুড়ো ও গুড়ো চিনি একসাথে বাটার দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিবেন।তারপর এর মধ্যে লেবুর রস ও ভ‍্যানিলা এসেন্স দিয়ে ভালো ভাবে ফেটিয়ে নিবেন।এরপর অন্য ১টি বোলে ক্রিম চিজ ও ফ্রেশ ক্রিম দিয়ে ১টি হুইসকারের সাহায্যে ভালো ভাবে ফেটিয়ে নিবেন।তারপর কেকের মোলের মধ্যে বাটার পেপার দিয়ে এর মধ্যে বাটার মাখিয়ে নিবেন

  3. 3

    এরপর কেকের মোলের মধ্যে ১মে বিস্কুটের মিশ্রনটা দিয়ে দিবেন।তারপর বিস্কুটের উপর ক্রিম চিজের মিশ্রনটা দিয়ে দিবেন।এরপর তার উপর স্টবেরী জ‍্যামটি দিয়ে দিবেন।এরপর ওভেনে ১৮০ডিগ্ৰীতে কেকটি বেক করে নিবেন।৩০মিনিট পর কেকটি হলে উপরে হাফ করে কাটা স্ট্রবেরি দিয়ে আপনার পছন্দ মতো ক্রিসমাস কেকটি সাজিয়ে নিবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Barnali Debdas
Barnali Debdas @Barnalifoodyworld

মন্তব্যগুলি

Similar Recipes