চোসির পায়েস (Chusir payesh recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

#wd1
শীতকালে নতুন গুড়ের পিঠে , পায়েস বাঙালির অত্যন্ত পছন্দের । চোসির পায়েস খেতে খুব ভালো হয় , আমি এই চোসিকে একটু নিজের মত করে আর‌ও টেস্টি করে তৈরী করেছি ।

চোসির পায়েস (Chusir payesh recipe in Bengali)

#wd1
শীতকালে নতুন গুড়ের পিঠে , পায়েস বাঙালির অত্যন্ত পছন্দের । চোসির পায়েস খেতে খুব ভালো হয় , আমি এই চোসিকে একটু নিজের মত করে আর‌ও টেস্টি করে তৈরী করেছি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 জনের
  1. 1 টেবিল চামচডেজিকেটেড কোকোনাট
  2. 1 টেবিল চামচগুঁড়ো দুধ
  3. 1/2 কাপচালের গুঁড়ো
  4. 1 টেবিল চামচকাজু গুঁড়ো
  5. 1 টেবিল চামচকর্নফ্লাওয়ার
  6. 1 টেবিল চামচচিনি গুঁড়ো
  7. প্রয়োজন অনুযায়ীদুধে ভেজানো কেশর
  8. 1/4 চা চামচএলাচ গুঁড়ো
  9. স্বাদ মতনুন
  10. 1 লিটারদুধ
  11. 2 টেবিল চামচকনডেন্সড মিল্ক
  12. স্বাদ মত পাটালি গ্রেট করা
  13. 10 টাকাজু
  14. 6 টাআমন্ড
  15. 1 চা চামচপেস্তা
  16. 1 টেবিল চামচকিসমিস
  17. 1 টেবিল চামচঘি
  18. 1/2 কাপজল

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমে একটা মিক্সিং বোলে চোসি তৈরীর জন্য ডেজিকেটেড কোকোনাট, কাজু গুঁড়ো, গুঁড়ো দুধ, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ো, চিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো আর নুন মিশিয়ে রাখতে হবে ।

  2. 2

    এবার একটা কড়ায় জল নিয়ে ফোটাতে হবে । ফুটে উঠলে চোসি তৈরীর শুকনো উপকরনের মিশ্রনটাকে অল্প অল্প করে মেশাতে হবে আর অনবরত নাড়তে হবে । মন্ড হয়ে এলে গ্যাস বন্ধ করে কিছুক্ষন ঢাকা দিয়ে রাখতে হবে ।

  3. 3

    এবার ডাকা খুলে গরম থাকা অবস্থায় কেশর দুধটা দিয়ে ঠেসে ঠেসে মেখে নিতে হবে | আবার কিছুসময় ঢেকে রেখে দিতে হবে |

  4. 4

    এবার চোসির মাখাটা থেকে লেচি কেটে নিয়ে তার থেকে ছোট ছোট চোসি কেটে নিতে হবে ।

  5. 5

    এবার দুধ জ্বালে বসাতে হবে । দুধ ফুটে বেশ গাঢ় হয়ে এলে চোসি গুলো আস্তে আস্তে দিয়ে সমানে নেড়ে যেতে হবে, নাহলে তল লেগে যাবে | দুধ ফুটে ফুটে আর‌ও গাঢ় হবে আর চোসি গুলোও সেদ্ধ হয়ে যাবে |

  6. 6

    চোসি গুলো পুরো সেদ্ধ হয়ে এলে কনডেন্সড মিল্ক দিয়ে নাড়তে হবে | এবার অন্য একটা কড়ায় ঘী দিয়ে ড্রাই ফ্রুটস গুলো ভেজে নিয়ে কিছুটা রেখে বাকীটা দিয়ে মিশিয়ে দিতে হবে | একটু নেড়ে নিয়ে গ্যাস বন্ধ করে গ্রেট করা পাটালি মেশাতে হবে |

  7. 7

    পাটালি দুধে মিশে গেলে আবার একটু জ্বাল দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে কিছুসময় রেখে সার্ভিং বোলে ঢেলে ভেজে রাখা বাকী কিসমিস, কাজু, আমন্ড আর পেস্তা দিয়ে সাজিয়ে ঠান্ডা করে সার্ভ করতে হবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes