সরু চাকলি (saru chakli recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t


শীতের দিনে সব চেয়ে মজা পিঠে বানিয়ে খেতে ও খাওয়াতে। আমি বানালাম সরু চাকলি।যা বাড়িতে কেউ সুগারের রোগী থাকলেও খেতে পারবেন ঝোলা গুড় ছাড়া। এটা গুড় ছাড়া এমনি সব্জী তরকারী দিয়ে ও ভালো লাগবে।

সরু চাকলি (saru chakli recipe in Bengali)


শীতের দিনে সব চেয়ে মজা পিঠে বানিয়ে খেতে ও খাওয়াতে। আমি বানালাম সরু চাকলি।যা বাড়িতে কেউ সুগারের রোগী থাকলেও খেতে পারবেন ঝোলা গুড় ছাড়া। এটা গুড় ছাড়া এমনি সব্জী তরকারী দিয়ে ও ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট।
৫ জন।
  1. ১ কাপ গোবিন্দ ভোগ চাল
  2. 1/2 কাপবিউলির ডাল
  3. 1 চিমটিনুন
  4. 100 গ্রাম সাদা তেল
  5. 500গ্রাম ঝোলা নলেন গুড়
  6. 250 গ্রাম দুধ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট।
  1. 1

    গোবিন্দ ভোগ চাল ও বিউলির ডাল ৬ থেকে ৮ ঘন্টা ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখতে হবে। তার পর সেটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নিতে হবে।

  2. 2

    এবার পেস্ট দুধ মিশিয়ে পাতলা করে নিয়ে দুটি পাত্রে রাখতে হবে। একটি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে একটি পাত্রে নিয়ে নিতে হবে। দুটি পেস্ট ভালো করে মিশিয়ে নিয়ে এক চিমটি নুন দিয়ে ব্যাটার ভালো করে তৈরি করে নিতে হবে।

  3. 3

    এবার একটি ফ্রাইং প্যান গ্যাস জেলে বসিয়ে ভালো করে অয়েল ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিতে হবে। আর গ্যাস কমিয়ে একটি ছোটো হাতা দিয়ে মাপ করে গরম প্যানে ব্যাটার দিতে হবে,আর একটু অপেক্ষা করতে হবে তৈরি হওয়ার জন্য। একটি একটি করে আলতো করে ভেজে তুলে নিতে হবে। আর প্লেটিং করে পরিবেশন করতে হবে ঝোলা নলেন গুড়ের সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

Similar Recipes