গাজরের হালুয়ার লাড্ডু (gajarer halwar laddu recipe in Bengali)

Tanmana Dasgupta Deb
Tanmana Dasgupta Deb @Tanmana
Guwahati


#wd3
#week3
শীতের সকালে ব্রেকফাস্টের শেষে যদি অল্প গাজরের হালুয়া বা তার লাড্ডু তাইলে দিনটি ভালো যাবে।

গাজরের হালুয়ার লাড্ডু (gajarer halwar laddu recipe in Bengali)


#wd3
#week3
শীতের সকালে ব্রেকফাস্টের শেষে যদি অল্প গাজরের হালুয়া বা তার লাড্ডু তাইলে দিনটি ভালো যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জন
  1. ১/২কেজি লাল গাজর
  2. ১/২ কাপ চিনি
  3. ৩টেবিল চামচ কন্ডেন্সমিল্ক
  4. ১/২কাপ দুধ
  5. ২টেবিল চামচ কাজু, পেস্তা, কিসমিস, আলমন্ড কুচি
  6. ৩টেবিল চামচ ঘি
  7. ১টেবিল চামচ ভেজিটেবল অয়েল
  8. স্বাদ মতনুন
  9. ১ চা চামচ এলাচ গুঁড়ো
  10. ২টেবিল চামচ কোরানো খোয়া গার্ণিশিং এর জন্য

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    গাজরের খোসা ছাড়িয়ে কুড়িয়ে নেই।

  2. 2

    একটি কড়াইতে ঘি দিয়ে ড্রাই ফ্রুটস গুলো ভেজে তুলে রাখি। এবার ঐ কড়াইতে এক টেবিল চামচ ভেজিটেবল অয়েল ও দুই টেবিল চামচ ঘি দিয়ে কুড়ানো গাজর ঢেলে দেই। তারপর ঢিমে আঁচে ভাজতে থাকি। গাজরের জল শুকিয়ে আসলে অল্প নুন দিয়ে নেড়ে নেই।

  3. 3

    এবার এতে কন্ডেন্সমিল্ক ও দুধ মিশিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে চিনি ঢালি।

  4. 4

    চিনি ভালো করে গাজরের সাথে মিশে গেলে এতে ড্রাই ফ্রুটস ও এলাচ গুঁড়ো মিশিয়ে নেই। পরে ঘি ঢেলে নামিয়ে নেই। পুরো ব্যাপারটা গ্যাস সিমে রেখে করি।

  5. 5

    এবার ঠান্ডা হলে লাড্ডুর সেপ দিয়ে কুড়ানো খোয়ার ওপর লাড্ডু গড়িয়ে নিয়ে পরিবেশন করি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tanmana Dasgupta Deb
Guwahati

Similar Recipes