এগ রেজালা(egg rezala recipe in Bengali)

Debasree Sarkar
Debasree Sarkar @DS_17
Kolkata, West Bengal

#apr
ডিম আমার ভীষণ পছন্দের, তাই একটু অন্য রকমের করতে গিয়ে এই রেসিপি টি বানিয়েছি।

এগ রেজালা(egg rezala recipe in Bengali)

#apr
ডিম আমার ভীষণ পছন্দের, তাই একটু অন্য রকমের করতে গিয়ে এই রেসিপি টি বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৮ জনের জন্য
  1. ৮ টি সেদ্ধ ডিম
  2. ২ টেবিল চামচ সেদ্ধ পেঁয়াজ বাটা,
  3. ১ টেবিল চামচ কাজু বাটা
  4. ১ টেবিল চামচ চারমগজ বাটা
  5. ১/২ টেবিল চামচ পোস্ত বাটা
  6. স্বাদ অনুযায়ীলবণ
  7. ১ চা চামচ চিনি
  8. ২ টেবিল চামচ ফেটানো টকদই
  9. ৪ টেবিল চামচ সাদা তেল
  10. ১ ইঞ্চি+২ টি +২ টি+৫ টা+১ টা দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, শুকনো লঙ্কা
  11. ১ চা চামচ কেওড়া জল
  12. ১ চা চামচ কাঁচা লঙ্ক বাটা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    কড়াই তে সাদা তেল দিয়ে ডিম হাল্কা ভেজে তুলে নিতে হবে।

  2. 2

    এবার ওই তেলে দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, শুঁকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে সেদ্ধ পিয়াঁজ বাটা দিয়ে কষাতে হবে।

  3. 3

    পিঁয়াজ বাটা থেকে তেল ছাড়লে তার মধ্যে একে একে চারমগজ বাটা, কাজু বাটা, পোস্ত বাটা, কাচা লঙ্কা বাটা, স্বাদ অনুযায়ী লবণ, চিনি ও ফেটানো টকদই দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    মশলা থেকে তেল ছাড়লে তার মধ্যে ভাজা সেদ্ধ ডিম দিয়ে ভালো করে মিশিয়ে গরম জল দিতে হবে গ্রেভির জন্য।

  5. 5

    গ্রেভি ৫ মিনিট ফুটিয়ে কেওড়া জল দিতে ভালো করে মিশিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Debasree Sarkar
Kolkata, West Bengal

মন্তব্যগুলি

Similar Recipes