ফুলকপির রেজালা(fulkopir rezala recipe in Bengali)

Mausumi Sinha
Mausumi Sinha @cook_16028915

#asr
#week2

এখন ফুলকপি বাজারে পাওয়া যায় ।একটু অন্যরকম স্বাদের রান্না করতে চাইলে এই রেসিপি টি চেষ্টা করে দেখতে পারেন। ফুলকপির রেজালা লুচি,পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে দারুন লাগে।তারা কোনো দিন এইভাবে রান্না করেন নি তারা একবার বানিয়ে ফেলুন ভালো লাগবে।

ফুলকপির রেজালা(fulkopir rezala recipe in Bengali)

#asr
#week2

এখন ফুলকপি বাজারে পাওয়া যায় ।একটু অন্যরকম স্বাদের রান্না করতে চাইলে এই রেসিপি টি চেষ্টা করে দেখতে পারেন। ফুলকপির রেজালা লুচি,পরোটা, পোলাও, ফ্রাইড রাইসের সাথে দারুন লাগে।তারা কোনো দিন এইভাবে রান্না করেন নি তারা একবার বানিয়ে ফেলুন ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১টা ফুলকপি
  2. ৮-১০টা কাজুবাদাম,,,২চামচ টকদই
  3. ৭-৮টা কিসমিস,৩-৪টা কাঁচা লঙ্কা,২টিছোটএলাচ,২টি লবঙ্গ,৩-৪টিগোলমরিচ
  4. ১টা বড়এলাচ,১টা জয়িত্রির পাপড়ি, তেজপাতা,১/৪ চামচ সা-মরিচগুঁড়ো
  5. ১/২ চা চামচ শাহীগরম মশলা
  6. ৪টেবিল চামচ সাদা তেল
  7. ২ চা চামচ ঘি
  8. ১ চা চামচ গোলাপ জল ও কেওড়ার জল
  9. ১ চা চামচ সাদাতিল
  10. ১চা চামচ পোস্ত
  11. ১চা চামচ চারমগজ
  12. স্বাদ মতো,লবণ ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে ফুলকপি কেটে টুকরো করে নিতে হবে। তারপর ভালো করে ধুয়ে নিয়ে ২বাটি জল দিয়ে ফুলকপি ভাপিয়ে নিতে হবে। তারপর ভালো করে জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    কাজুবাদাম, কিসমিস,তিল,চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা, টকদই একসাথে বেটে মশলা তৈরী করে নিতে হবে।

  3. 3

    কড়াই তে সাদা তেল ও ঘি দিয়ে তাতে ফুলকপি ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    এবার ঐ তেলে বড় এলাচ,ছোট এলাচ, লবঙ্গ, গোলমরিচ,জয়িত্রি, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সুন্দর গন্ধ বের হলে বাটা মশলা দিয়ে ৫-৭ মিনিট কষিয়ে লবণ দিতে হবে অনবরত নাড়তে হবে নাহলে মশলা কড়াই তে লেগে পুড়ে যাবে

  5. 5

    এবার অল্প গরম জল দিয়ে ভাজা ফুলকপির টুকরো গুলো দিয়ে ৫ মিনিট ঢাকা দিয়ে ফোটাতে হবে যাতে ফুলকপি সেদ্ধ হয়ে যায়। তারপর সা- মরিচ গুঁড়ো,গরম মশলা গুঁড়ো ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ২ মিনিট ফোটাতে হবে। নামানোর আগে গোলাপ জল ও কেওড়া জল দিয়ে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে ৫ মিনিট রেখে নামিয়ে নিতে হবে। তাহলেই রেডি ফুলকপির রেজালা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mausumi Sinha
Mausumi Sinha @cook_16028915

মন্তব্যগুলি

Similar Recipes