মালাই মালপোয়া (malai malpua recipe in Bengali)

Banani Basu
Banani Basu @bananibasu

ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে. ফাগুনের শুধু বনে ই লাগেনি, লেগেছে আমাদের মনে, বসন্তের রঙিন প্রকৃতি আমাদের মনেও রঙের নেশা ধরায়. তাই আমরা আনন্দে মেতে উঠি.দোল লাগে আমাদের মনে,রঙে রঙে রেঙে উঠি আমরা. উৎসব পালন তো খালি মুখে হয় না, তাই ঘরে ঘরে আমরা লেগে পড়ি নতুন নতুন খাবার তৈরি করতে,আমিও আজ দোল পূর্ণিমা উপলক্ষে কিছু বানিয়ে এনেছি আপনাদের সামনে, আশা করি সকলের পছন্দ হবে. শুভ দোল পূর্ণিমার রঙিন শুভেচ্ছা রইলো সকলের জন্য. রোগ , শোক দুর হয়ে আমাদের এই পৃথিবী ও রঙিন হয়ে উঠুক .

মালাই মালপোয়া (malai malpua recipe in Bengali)

ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে. ফাগুনের শুধু বনে ই লাগেনি, লেগেছে আমাদের মনে, বসন্তের রঙিন প্রকৃতি আমাদের মনেও রঙের নেশা ধরায়. তাই আমরা আনন্দে মেতে উঠি.দোল লাগে আমাদের মনে,রঙে রঙে রেঙে উঠি আমরা. উৎসব পালন তো খালি মুখে হয় না, তাই ঘরে ঘরে আমরা লেগে পড়ি নতুন নতুন খাবার তৈরি করতে,আমিও আজ দোল পূর্ণিমা উপলক্ষে কিছু বানিয়ে এনেছি আপনাদের সামনে, আশা করি সকলের পছন্দ হবে. শুভ দোল পূর্ণিমার রঙিন শুভেচ্ছা রইলো সকলের জন্য. রোগ , শোক দুর হয়ে আমাদের এই পৃথিবী ও রঙিন হয়ে উঠুক .

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

চল্লিশ মিনিট
চার জনের জন্য
  1. ১কাপময়দা
  2. ১/৪ কাপ চালের গুঁড়ো
  3. ১টাবড় এলাচ
  4. স্বাদ মতগুড়
  5. ১ কাপদুধ
  6. স্বাদ মতচিনি
  7. প্রয়োজন মতকেশর
  8. ১ টা ছোট এলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

চল্লিশ মিনিট
  1. 1

    প্রথমে ময়দা, চালের গুঁড়ো, গুড়, বড় এলাচের দানা সব একসাথে মিশিয়ে জল দিয়ে মেখে মন্ড বানিয়ে নিয়ে কড়াই তে সাদা তেল দিয়ে ঠিক মত গরম হলে ছোট ছোট গোল গোল নরম সোনালী রঙ এর বলের মত আকারের মালপোয়া ভেজে নিতে হবে, এরপর দুধ আর চিনি জ্বাল দিয়ে ঘন ক্ষীরের মত হলে তাতে আগে থেকে দুধে ভিজিয়ে রাখা জাফরান, ছোট এলাচের গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটা সুন্দর হালকা হলুদ বর্ণ ধারণ করে, ও সুগন্ধ প্রকট হয়,

  2. 2

    এবার একটি ছড়ানো পাত্রে মালপোয়া গুলি সাজিয়ে উপর থেকে গরম ক্ষীর মালপোয়া র উপর ঢেলে দিতে হবে। শেষে.. আলমন্ড ও পেস্তা কুচি, কিসমিস খাবারের উপর ছড়িয়ে সাজিয়ে দিতে হবে।

  3. 3

    এই ভাবেই সেজে উঠলো দোল পূর্ণিমার স্পেশাল মিষ্টি খাবার. উত্তর ভারতে হোলি উৎসব এর দিন মালপোয়া খাওয়ায় রীতি আছে, আমি সেটাই একটু অন্য স্বাদে, অন্য রূপে গন্ধে পরিবেশনের চেষ্টা করলাম,
    সকলের ভালো লাগলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সার্থক হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Banani Basu
Banani Basu @bananibasu

Similar Recipes