ঠান্ডাই কুলফি (thandai kulfi recipe in bengali)

Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

#দোলের
দোলের সময় ঠান্ডাই খুবই জনপ্রিয়। ঠান্ডাই মশলা দিয়ে তৈরী এই কুলফি বাড়ির সবার খুব ভালো লাগবে।

ঠান্ডাই কুলফি (thandai kulfi recipe in bengali)

#দোলের
দোলের সময় ঠান্ডাই খুবই জনপ্রিয়। ঠান্ডাই মশলা দিয়ে তৈরী এই কুলফি বাড়ির সবার খুব ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
4 জন
  1. ঠান্ডাই মশলা বানাবার জন্য
  2. 10 টিআমন্ড
  3. 6-8 টিকাজুবাদাম
  4. 1 চা চামচচারমগজ
  5. 1 চা চামচপোস্ত
  6. 1 চা চামচমৌরি
  7. 1 চা চামচগোটা গোলমরিচ
  8. 1টেবিল চামচ চিনি
  9. 2 টিছোট এলাচ
  10. 1 চিমটিকেশর
  11. কুলফির জন্য
  12. 1 লিটারফুল ফ্যাট দুধ
  13. 1/2 কাপচিনি
  14. 1/2 কাপগুড়ো দুধ

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    ঠান্ডাই মশলা বানাবার সমস্ত উপকরণ একসাথে ব্লেন্ডারের মিহি করে পেস্ট বানিয়ে নিতে হবে।

  2. 2

    একটি গভীর তল যুক্ত পাত্রে দুধ ঢেলে ফুটতে দিতে হবে। তারপর আঁচ কমিয়ে মাঝে মাঝে নাড়তে হবে । দুধের পরিমাণ কিছুটা কমে এলে ঠান্ডাই মশলা দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে।

  3. 3

    ঠান্ডাই মশলা মিশিয়ে-2-3 মিনিট পর চিনি আর গুড়ো দুধ মিশিয়ে দিতে হবে । ক্রমাগত নাড়তে হবে যতক্ষণ না দুধের পরিমাণ মোটামুটি অর্ধেক না হয়ে যায়।

  4. 4

    দুধের মিশ্রণটি স্বাভাবিক তাপমাত্রায় এলে কুলফি মোল্ড বা কাগজের কফি কাপে ঢেলে আইসক্রিম স্টিক ঢুকিয়ে ফ্রিজে 6-7 ঘন্টা রেখে দিলেই তৈরী ঠান্ডাই কুলফি।

  5. 5

    6-7 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে আনমোল্ড করে বা কাগজের কফি কাপ থেকে কুলফি বের করে পরিবেশন করতে হবে। আমি গোলাপের পাপড়ি কুচি আর কেশর ছড়িয়ে পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kinkini Biswas
Kinkini Biswas @kinkinicook_007

Similar Recipes