দই বড়া (dahi vada recipe in Bengali)

Purnima Ghosh
Purnima Ghosh @cook_29194248

দই বড়া (dahi vada recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২০০ গ্রাম বিউলির ডাল
  2. ১ চা চামচ ভাজা জিরা গুঁড়ো
  3. স্বাদ মতচাট মসলা
  4. ৫০০ গ্রাম টক দই
  5. ১ চা চামচ তেঁতুল
  6. স্বাদ মতনুন ও চিনি
  7. ১ টুকরো আদা
  8. ৪-৫ টা কাঁচা লঙ্কা
  9. প্রয়োজন মত সাদা তেল
  10. 2 চা চামচচাল গুঁড়ো
  11. পরিমাণ মতধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে বিউলির ডাল কিছুক্ষণ ভিজিয়ে নিতেহবে ।তারপর আদা, কাঁচালঙ্কা দিয়ে বিউলির ডাল ভালো করে পেস্ট করে নিতে হবে । পেস্ট হয়ে গেলে চালের গুঁড়ো 2 চামচ দিয়ে আবার পেস্ট করে নিতে হবে। তারপর কিছুক্ষণ ফেটিয়ে জলের উপর দিয়ে দেখে নিতে হবে ফেটানো ঠিক হয়েছে কিনা। ফেটানো ঠিক হলে জলের উপর ভেসে উঠবে।

  2. 2

    তারপর সাদা তেল গরম করে বড়ার মত করে আঙ্গুল দিয়ে মধ্যে একটা ফুটো করে ভেজে নিতে হবে।তারপর নুন দিয়ে গরম জল করে বড়াগুলো কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিতে হবে।

  3. 3

    তারপর দই,নুন আর চিনি আর ভাজা মশলা দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আর তেতুল নুন আর চিনি দিয়ে করায় তেল মিশিয়ে ভালো করে নেড়ে চাটনি করে নিয়েছি।

  4. 4

    এরপর বড়াগুলো একে একে তুলে নিয়ে তার উপর দই আর তেঁতুলের চাটনি দিয়ে তার ওপর সেও ভাজা,পেয়াঁজ কুচি,ধনেপাতা কুচি,লংকা কুচি আর চাট মসলা দিয়ে সাজিয়ে সার্ভ করতে হবে।

  5. 5

    এবার একটু ফ্রিজে রেখে তারপর নিজের পছন্দ মত পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Purnima Ghosh
Purnima Ghosh @cook_29194248

মন্তব্যগুলি

Similar Recipes