এগ বিরিয়ানি(Egg biryani recipe in Bengali)

Amrita pramanik
Amrita pramanik @cook_25720796

এগ বিরিয়ানি(Egg biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রামবাসমতি চাল
  2. 6 টাডিম
  3. 2 টিটমেটো
  4. 2 টিপিঁয়াজ বেরেস্তা করা
  5. 3 টিগ্রেভি র জন্য পিঁয়াজ
  6. 2 চা চামচগোটা গরম মশলা
  7. 2 টিতেজপাতা
  8. 1 চা চামচজায়ফল, জয়িত্রী
  9. 2 টিস্টার
  10. 6 টাআলু
  11. 2 চা চামচহলুদ গুঁড়ো
  12. 2 চা চামচজিরে গুঁড়ো
  13. 2 চা চামচআদা বাটা
  14. 1 চা চামচরসুন বাটা
  15. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  16. 3 চা চামচবিরিয়ানি মশলা
  17. 2 চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  18. 3 চা চামচঘি
  19. 2 চা চামচটক দই
  20. 4 চা চামচদুধের সাথে 1 চিমটি কেশর
  21. 2 চা চামচগোলাপ জল
  22. 1 চা চামচকেওড়া জল
  23. 3 ফোঁটামিঠা আতর
  24. 2 টিগোটা কাঁচালঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চাল ধুয়ে রাখলাম 30 মিনিট। ডেকচি তে জল ফুটতে দিলাম আর সাথে দিলাম জাইফল, জয়েত্রী, তেজপাতা কিছুটা গোটা গরম মসলা আর নুন। 80% ভাত হলে নামিয়ে ঝুড়ি তে ঢেলে দিলাম। ডিম,আলু সেদ্ধ করে নিলাম।

  2. 2

    দুধে কেশর গুলে নিলাম। প্যানে তেল দিয়ে ডিম ভেজে নিলাম। তেলের মধ্যে গরম মসলা দিয়ে পিঁয়াজ, আদা, রসুন টমেটো দিয়ে অল্প নুন দিয়ে কোষলাম সাথে সব মসলা সাথে বিরিয়ানি মশলা, টক দই নুন, চিনি দিয়ে খুব ভালো করে কোষে তার মধ্যে দিলাম ডিম আর আলু। সঙ্গে দিলাম গোলাপ জল, কেওড়া জল আর মিঠা আতর।

  3. 3

    এবার গ্যাস বন্ধ করে একটা তাওয়া বসিয়ে তার উপরে ডাকচি বসিয়ে এবার লেয়ার দিয়ে দিয়ে ভাত আর ডিমের গ্রেভি দিয়ে উপর থেকে কেশর, ঘি, বেরেস্তা আর বিরিয়ানি মশলা দিয়ে 2 ফোঁটা মিঠা আতর দিয়ে ঢাকা দিয়ে রাখলাম 20 মিনিট। 20 মিনিট পর রাইতা দিয়ে পরিবেশন করলাম এগগ বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Amrita pramanik
Amrita pramanik @cook_25720796

মন্তব্যগুলি

Similar Recipes