তেল পিঁয়াজি মাছ (tel piyaji mach recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#LS
খুব স্বল্প মশলা সহযোগে পেঁয়াজ কুচি দিয়ে মাছ রান্না গরম গরম সাদা ভাতের সাথে খুবই স্বাদিস্ট হয়।

তেল পিঁয়াজি মাছ (tel piyaji mach recipe in Bengali)

#LS
খুব স্বল্প মশলা সহযোগে পেঁয়াজ কুচি দিয়ে মাছ রান্না গরম গরম সাদা ভাতের সাথে খুবই স্বাদিস্ট হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জন
  1. ৩ টিকাতলা বা রুই মাছের টুকরো
  2. ১ কাপপেঁয়াজের পাতলা করে কাটা স্লাইস
  3. ৩ টেবিল চামচসর্ষে তেল
  4. ৩টিকাঁচা লঙ্কা চেরা
  5. ১চা চামচহলুদ গুঁড়ো
  6. ১/২চা চামচজিরে গুঁড়ো
  7. ১/২ চা চামচ বা ইচ্ছামতলঙ্কা গুঁড়ো
  8. ২চা চামচশুকনো তাওয়া তে জিরে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো
  9. স্বাদ মতনুন
  10. ২কাপজল

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    পেঁয়াজের স্লাইস নুন ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে ম্যারিনেট করতে হবে কম করে ১০ মিনিট যাতে করে পেঁয়াজের জল বেড়িয়ে আসে আর পেঁয়াজ নরম হয়ে যায়।

  2. 2

    কড়াতে তেল গরম করে মাছ নুন হলুদ মেখে হাল্কা করে ভেজে নিতে হবে।

  3. 3

    ম্যারিনেট করে রাখা পেঁয়াজ কড়া তে মাছ ভাজা বাঁচা গরম তেলে ২ মিনিটের জন্য কষিয়ে গুঁড়ো মশলা যোগ করে আরও ২ মিনিট মতো কষিয়ে নিতে হবে।

  4. 4

    জল যোগ করে ফুটিয়ে নিতে হবে ৫/৬ মিনিটের জন্য

  5. 5

    এবার ভাজা মাছ যোগ করে ঢাকনা ছাড়া রান্না করতে হবে চরা আঁচে। ৪/৫ মিনিট পর মাছ সাবধানে উল্টো করে দিতে হবে। জল শুকিয়ে নিতে হবে সাঁড়াশি দিয়ে কড়াই ঘুড়িয়ে ঘুড়িয়ে।

  6. 6

    পরিবেশন পাত্রে তেল পিঁয়াজি মাছ রেখে ওপর থেকে ভাজা মসলা ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes