ভাপা মাছ মাখা (vapa mach makha recipe in Bengali)

Sanjhbati Sen.
Sanjhbati Sen. @sanjhfoodyworld
India (West Bengal )

#পোস্ত দিয়ে রান্না

ভাপা মাছ মাখা (vapa mach makha recipe in Bengali)

#পোস্ত দিয়ে রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

কুড়ি মিনিট
৪ জন
  1. 4 টুকরো কাতলা মাছের পেটি
  2. 2টেবিল চামচ সর্ষে বাটা
  3. 2টেবিল চামচ পোস্ত বাটা
  4. স্বাদমতো নুন
  5. 1টা বড় পেঁয়াজ কুচি
  6. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  7. 1/2 চা চামচ কালোজিরা
  8. 4 টি চেরা কাঁচালঙ্কা
  9. 2টেবিল চামচ সর্ষের তেল
  10. 4টেবিল চামচ জল

রান্নার নির্দেশ সমূহ

কুড়ি মিনিট
  1. 1

    প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে সামান্য নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখতে হবে 10 মিনিট।

  2. 2

    একটা টিফিন কৌটোতে পেঁয়াজ কুচি, সর্ষে বাটা, পোস্ত বাটা, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, গোটা কালোজিরা আর সামান্য জল দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    তারপর তাকে নুন হলুদ মাখানো মাছ গুলো দিয়ে মসলা সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর সেটাকে ঢেকে পাঁচ মিনিট মত রেখে দিতে হবে।

  4. 4

    5 মিনিট পর ওপর থেকে সামান্য সর্ষের তেল আর চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে টিফিন কৌটো মুখ বন্ধ করে দিতে হবে।

  5. 5

    একটা প্রেসার কুকারে এক কাপ জল গরম করে তার ওপর টিফিন কৌটো বসিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে একটা সিটি আসা পর্যন্ত রান্না করতে হবে।

  6. 6

    একটা সিটি পড়ে গেলে গ্যাস থেকে প্রেসার কুকার নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

  7. 7

    প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেলে টিফিন কৌটোটা বার করে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে ভাপা মাছ মাখা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sanjhbati Sen.
Sanjhbati Sen. @sanjhfoodyworld
India (West Bengal )
Cooking is my passion and love.
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes