কাবলী চানার কারি (Kabli Chana Kari recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#ডাল
#foodocean
এটি একটি নিরামিষ রেসিপি | কাবুলী চানা দিয়ে তৈরী | রাইস / রুটি /লুচি /পর টা সবার সাথেই এটি বেশ ভালো যায় |

কাবলী চানার কারি (Kabli Chana Kari recipe in Bengali)

#ডাল
#foodocean
এটি একটি নিরামিষ রেসিপি | কাবুলী চানা দিয়ে তৈরী | রাইস / রুটি /লুচি /পর টা সবার সাথেই এটি বেশ ভালো যায় |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জন
  1. ৩০০ গ্রাম কাবলী চানা
  2. ১টি পেঁয়াজবাঁটা
  3. ২ চা চামচ রসুন বাঁটা
  4. ২ চা চামচ আদা
  5. ৪চা চামচ টমেটো পেস্ট
  6. ২ চা চামচ নারকেল কুচি
  7. ১টি আলু সেদ্ধ কুচি করা
  8. প্রয়োজন মতনুন
  9. প্রয়োজন মতসর্ষের তেল
  10. ১ চা চামচ ঘি
  11. ১ চা চামচ গরম মশলা
  12. ১ চা চামচ ধনেপাতা কুচি
  13. ১ চা চামচলঙ্কা কুচি
  14. ১ চা চামচ জিরে গুঁড়া
  15. ২ চা চামচলঙ্কা গুঁড়ো
  16. ২ চা চামচ হলুদ গুঁড়ো
  17. ২ চা চামচ চাট মশলা
  18. ১ চা চামচ গোটাজিরা
  19. ১ চা চামচ গোটা গরম মশলা
  20. ১টি গোটা লংকা

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে কাবলী চানা ৪-৫ ঘন্টা ভিজিযে রেখে নুন জল দিয়ে প্রেসারে ১টা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে |

  2. 2

    প্যানে সঃ তেল জিরে লংকা গোটা গরম মশলা থেঁতো ফোঁড়ন দিয়ে নারকেল কুচি ভেজে তাতে পেঁয়াজ রসুন আদা একে একে দিয়ে টমেটো পেস্ট দিতে হবে | নুন হলুদ সব মশলা ও চানা মশলা সামান্য জলে গুলে দিয়ে সেদ্ধ চানা ও সেদ্ধ কুচি করা আলু দিয়ে কষিয়ে তেল ছেড়ে এলে চানাসেদ্ধ জল দিয়ে চানাটা সুসিদ্ধ করতে হবে |

  3. 3

    এরপর চানা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেলে ১ চা চামচ ঘি ও গরম মশলা এবং ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে ফেল তে হবে |.

  4. 4

    এরপর পরিবেশন পাত্রে ঢেলে ইচ্ছে হলে উপরে পেঁয়াজ কুচি ছড়িয়ে গরম রুটি লুচি বা রাইসের সঙ্গে পরিবেশন করতে হবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes