বাঁধাকপি চিকেনের মুইঠ্যা (Bandhakopi chikkener muitha recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#c3

#week3
আমরা সর্বদা বাঁধাকপি আলু দিয়ে তরকারি বা মাছের মাথা দিয়ে বানায় কিন্তু আমি এখানে রেসিপিটি একটু অন্য ধরনের করার চেষ্টা করেছি | এটি স্বাস্থ্যকর ও সুস্বাদু ও হয়েছে। আমি এটা ব্রেকফাস্টে ব্রেড টোস্টের সাথে পরিবেশন করেছি |

বাঁধাকপি চিকেনের মুইঠ্যা (Bandhakopi chikkener muitha recipe in Bengali)

#c3

#week3
আমরা সর্বদা বাঁধাকপি আলু দিয়ে তরকারি বা মাছের মাথা দিয়ে বানায় কিন্তু আমি এখানে রেসিপিটি একটু অন্য ধরনের করার চেষ্টা করেছি | এটি স্বাস্থ্যকর ও সুস্বাদু ও হয়েছে। আমি এটা ব্রেকফাস্টে ব্রেড টোস্টের সাথে পরিবেশন করেছি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০+ ১০ মিনিট
৫ জন
  1. ১)বাঁধাকপির স্যুপ বানাতে লাগছে~
  2. ১ কাপ হাড় সহ চিকেন
  3. ১ কাপ বাঁধাকপি সরু করে কুচি
  4. ১টি টমেটো চৌকো করে কাটা
  5. ১টি গাজর পাতলা পিস করা
  6. ৪-৫ টি বরবটি কুচি করা
  7. ৪চা চামচ হলুদ ক্যাপসিকম চৌকো কাটা
  8. ৪চা চামচ সবুজ ক্যাপ্সিকাম চৌকো কাটা
  9. ১টি পেঁয়াজ চৌকো কাটা
  10. ৪-৫ টি গোলমরিচ থেঁতো
  11. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  12. ১ চা চামচ রসুন কুচি
  13. ১ চা চামচ আদা কুচি
  14. ১ চা চামচকাঁচা লঙ্কা কুচি
  15. ১ চা চামচ পেঁয়াজ চৌকো কাটা
  16. ১ চা চামচ সাদা তেল
  17. ১ চা চামচ নুন
  18. প্রয়োজন মতজল
  19. ২) মুইঠ্যা বানাতে লাগবে
  20. ৩০০ গ্রাম বোনলেস চিকেন
  21. ৫চা চামচ বাঁধাকপির পাতা কুচি
  22. ২ চা চামচ আদা বাটা
  23. ২ চা চামচ রসুন বাটা
  24. ১টি পেঁয়াজ কুচি
  25. ১ টেবিল চামচ সাদা তেল
  26. ২ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  27. ২ চা চামচ লেবুর রস
  28. স্বাদ মতনুন
  29. ৪টি কাঁচা লঙ্কা কুচি
  30. ১ চা চামচ ম্যাগি মশলা
  31. ৩) বাঁধাকপির স্যুপে মুইঠা করতে আরো লাগছে
  32. ১ চা চামচ ধনেপাতা কুচি
  33. ১ চা চামচ মাখন
  34. ১ চা চামচ কর্ণফ্লাওয়ার
  35. ১ প্যাকেট ম্যাগি মশলা
  36. ১ চা চামচ জুলিয়ান কাট আদা
  37. ৫-৬ টি বাঁধা কপির গোটা ভাপানো পাতা

রান্নার নির্দেশ সমূহ

২০+ ১০ মিনিট
  1. 1

    প্রথমে চিকেন বোনলেস ও হাড়সহ দুই ভাগে নুন লেবু মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে | এবার হাড়সহ চিকেনটা তুলে প্রেসার কুকারে সেদ্ধ করতে হবে | এজন্য উল্লিখিত সব সবজি (ক্যাপ্সিকাম বাদে)গোলমরিচ,নুন, রসুন আদা,পেয়াজ কুচি সহ পরিমান মত জলে ৭০% সেদ্ধ করতে দিতে হবে | ১টি সিটি দিলেই হবে |

  2. 2

    এবার মুইঠ্যা বানানোর জন্য ম্যারিনেট করা বোনলেস চিকেন মিক্সিতে পেস্ট করে, তাতে আদা রসুন বাটা, পেঁয়াজ,কাঁচাল;কা কুচি,বাঁধাকপির পাতা কুচি, গোলমরিচ গুড়া ১ চা সাদাতেল,ধনেপাতা,ম্যাগী মশলা, নুন দিয়ে ভালোমত মেখে নিতে হবে |

  3. 3

    এবার ফ্রাইং প্যানে ১ চা সাদা তেল/ মাখন দিয়ে তাতে প্রথমে রসুন কুচি,কাঁচালংকা কুচি,আদা কুচি ও কিউব করা হলুদ সবুজ ক্যাপ্সিকাম টস করে তুলে নিতে হবে | তারপর আগে ৭০% সেদ্ধ করা চিকেন বাঁধা কপির স্যুপ দিয়ে, দরকার হলে আরো একটু গরম জল তাতে দিয়ে,স্যুপ ফুটে উঠলে তাতে পেস্ট চিকেন মুঠো করে দিয়ে প্যানের মুখ ঢেকে দিতে হবে | ৫মিনিট ফুটে মুইঠ্যা সেদ্ধ হয়ে এলে এতে ১ চা কর্ণফ্লাওয়ার ১/২ কাপ জলে গুলে সুপে দিয়ে নেড়ে নিতে হবে | ম্যাগী মশলা ও গোলম রিচ গুড়া মেশাতে হবে |

  4. 4

    এবার ধনে পাতা কুচি, আগেই তুলে রাখা তেলে টস করা ক্যাপসিকম কুচি,জুলিয়ান কাট আদা, মাখন ভাসিয়ে বাঁধা কপি চিকেনের সুপ পরিবেশন করতে হবে |

  5. 5

    পরিবেশন করার জন্য বড় বোলে ঢেলে অথবা ছোট স্যুপ বোলে ও পরিবেশন করা যায় | আমি এখানে ভাপানো বাঁধাকপির পাতা চার দিকে সাজিয়ে, বড় বোলে দিয়ে. আর ছোট স্যুপ বোলে ব্রেড টোস্টের সাথে এই রেসিপিটি পরিবেশন করেছি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes