পনির বাটার মশলা(paneer butter masala recipe in Bengali)

tina dan
tina dan @tinadan9

পনির বাটার মশলা(paneer butter masala recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

26min
4 সারভিংস
  1. ২০০গ্রামপনির
  2. ২টোপেঁয়াজ
  3. ৪ চা চামচআদা, রসুন বাটা
  4. ২চা চামচ ধনে গুঁড়ো
  5. ৮টাকাজু
  6. ১/২ কাপদুধ
  7. ১চা চামচগরম মশলা গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. ১চা চামচহদুল গুঁড়ো
  10. ২চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  11. ৩টেটমেটো
  12. ৫০গ্রামবাটার
  13. ১/২ চা চামচচিনি
  14. ২চা চামচধনেপাতা কুচি
  15. ২চা চামচকসুরি মেথি পাতা শুকনো

রান্নার নির্দেশ সমূহ

26min
  1. 1

    প্রথমে করাই এর মধ্যে বাটার দিয়ে তার মধ্যে পেঁয়াজ, টমেটো,আদা,রসুন কাট করে ভাজতে হবে । তার মধ্যে কাজু গুলো ও দিতে হবে ।
    হালকা ভাজা হয়ে গেলে এগুলো কে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে ।

  2. 2

    তারপর করাই এ একটু বাটার দিয়ে পানির কাট করে হালকা ভাজা করে তুলে নিতে হবে ।
    তারপর আর একটু বাটার দিয়ে ওই মশলা পেস্ট টা করাই এর মধ্যে দিতে হবে । আর নুন, হলুদ,ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ।

  3. 3

    ১০ মিনিট কোষে যাবার পর তার মধ্যে দুধ দিতে হবে ।আর একটু কষাতে হবে ।
    তারপর পনির দিয়ে গরম মশলা আর একটু চিনি দিয়ে দিতে হবে ।
    তারপর পানির একটু নরম হয়ে গেলে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
tina dan
tina dan @tinadan9

মন্তব্যগুলি

Similar Recipes