পনির বাটার মশলা (paneer butter masala recipe in Bengali)

Aditi
Aditi @aditi_234

পনির বাটার মশলা (paneer butter masala recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০ গ্রাম পনির
  2. ১ টি পেয়াঁজ
  3. ৮ কোয়া রসুন
  4. ১ ইঞ্চি আদা
  5. ১ টি টমেটো
  6. ২ টেবিল চামচ কাজু বাটা
  7. স্বাদ মতনুন
  8. ১ চা চামচ কসুরি মেথি
  9. ১ চা চামচ মাখন
  10. প্রয়োজন মততেল
  11. ১ চা চামচ দুধ
  12. ১ +১+১+১চা চামচ ধনে গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কাগুঁড়ো হলুদ গুঁড়ো
  13. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    একটি বাটিতে জল নিয়ে পেঁয়াজ টমেটো আদা রসুন আর কাজু বাদাম সেদ্ধ করে নিতে হবে তারপর জলটা ফেলে দিতে হবে

  2. 2

    তারপরে একটু ঠান্ডা হলে মিক্সিতে ভালো করে বেটে নিতে হবে

  3. 3

    কড়াইয়ে তেল দিয়ে তারপর বাটা মসলা দিয়ে ভালো করে নড়াচড়া করতে হবে ভালো করে কষা হয়ে গেলে তারপরে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে নুন দিয়ে ভাল করে নাড়িয়ে একটু গরম জল দিতে হবে

  4. 4

    জল একটু শুকিয়ে এলে এর মধ্যে দুধ কাসুরি মেথি দিয়ে পনির দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিতে হবে

  5. 5

    উপরে মাখন দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Aditi
Aditi @aditi_234

Similar Recipes