গাজর সন্দেশ (Gajarer Sondesh Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

গাজর সন্দেশ (Gajarer Sondesh Recipe In Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪-৫ জন
  1. ১টা গাজর
  2. ১ কাপ দুধ
  3. ১কাপ চিনি
  4. ১ কাপগুঁড়ো দুধ
  5. ২চা চামচঘি
  6. ১/৪চা চামচ নুন
  7. পরিমাণ মতসাজানোর জন‍্য আমন্ড

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে গাজর গ্ৰেটারে ঘষে নিতে হবে, এবার কড়াইয়ে ১চামচ ঘি দিয়ে গাজর ভেজে নিয়ে ১/২কাপ দুধ,২চামচ গুড়ো দুধ ও ১/৪চামচ নুন দিয়ে ভালো করে নেড়ে সেদ্ধ করতে হবে।

  2. 2

    এবার চিনি দিতে হবে, সমানে নাড়িয়ে যেতে হবে, নাড়তে নাড়তে যখন শুখিয়ে আসবে আবার ও ২ টেবিল চামচ গুড়ো দুধ ও ১চামচ ঘি দিতে হবে।কড়াই ছেড়ে ডো মতো হয়ে এলে
    নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে।

  3. 3

    এবার ক্ষীরের জন্যে কড়াইয়ে ১/২ কাপ দুধ বসিয়ে ঘন হলে গুড়ো দুধ অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে, যাতে দলা না হয়।১/২ কাপ মতো চিনি দিতে হবে, সমানে নাড়তে হবে, কড়া ছেড়ে ডো হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

  4. 4

    এবার একটি বাটিতে ৪চামচ গুড়ো দুধ নিতে হবে, ঠান্ডা হলে গাজর ও ক্ষীর আলাদা করে বল করে নেবো।
    গাজরের বাটি করে ভেতরে ক্ষীরের বল ভরে চেপে গোল করে নেবো, আর গুড়ো দুধের মধ্যে গড়িয়ে নেবো।

  5. 5

    এবার প্লেটে সাজিয়ে ও দুটো সন্দেশ কেটে আমন্ড সহ পরিবেশন করলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes