এগলেস চকোলেট পেস্ট্রি(eggless chocolate pastry recipe in Bengali)

Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

এগলেস চকোলেট পেস্ট্রি(eggless chocolate pastry recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪ জনের জন্য
  1. ১ কাপ ময়দা
  2. ২/৩ কাপ দুধ
  3. ১ চা চামচ ভিনেগার
  4. ২/৩ কাপ গুঁড়ো দুধ
  5. ১ চা চামচ বেকিং পাউডার
  6. ১/২ চা চামচ বেকিং সোডা
  7. ৪ টেবিল চামচ সাদা তেল/মেল্টেড বাটার
  8. ১.৫ টেবিল চামচ কোকো পাউডার
  9. ১৫০ গ্রাম ডার্ক চকোলেট
  10. ১/২ কাপ হুইপিং ক্রীম
  11. ১/২ কাপ ফ্রেশ ক্রীম

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    একটা বাটিতে দুধ ও ভিনেগার মিশিয়ে ৫ মিনিট পর চিনি দিয়ে মেশাতে হবে। বাটার/অয়েল দিয়ে মিশিয়ে নিতে হবে।
    ছাঁকনি তে ময়দা, কোকোয়া পাউডার, বেকিং পাউডার,বেকিং সোডা দিয়ে মিশিয়ে ছেঁকে নিয়ে দিতে হবে।
    ১৮০°© এ প্রি-হিটেড ওভেনে ৩৫ মিনিট/গ্যাসে ৫ মিনিট প্রিহিট করে ৩০ মিনিট বেক করতে হবে। ঠান্ডা হলে অর্ধেক করে কাটতে হবে। কয়েক টুকরো করে নিতে হবে।

  2. 2

    হুইপিং ক্রীম ভালো করে হুইপ করে (ডাবল বয়লিং সিস্টেম এ)১/৩ মেল্টেড চকোলেট মিশিয়ে নিতে হবে।
    একটু চিনি ঈষৎ উষ্ণ জলে গুলে কেকে লাগাতে হবে।
    চকোলেট ক্রীম লাগিয়ে উপরে একটা টুকরো দিয়ে ভালো করে ক্রীম লাগিয়ে ফ্রীজে ৩০ মিনিট রেখে দিতে হবে।
    ফ্রেশ ক্রীম গরম করে বাকি চকোলেট দিয়ে মিশিয়ে তা পেস্ট্রি র উপর ঢেলে দিতে হবে।
    উপরে অল্প হোয়াইট চকোলেট চিপস্ ও গ্রেটেড চকোলেট দিয়ে সাজিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

Similar Recipes