এগলেস্ ডেকাডেন্ট চকোলেট কেক (eggless decadent chocolate cake recipe in Bengali)

Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

#NoOvenBaking
শেফ নেহা ম্যামের থেকে এই নতুন রেসিপি শিখলাম। যদিও বিনা মাইক্রোওভেনে আগেও এগলেস্ ফ্রুটস কেক বানিয়েছি তবুও এটা বানানোর আগে খুব চিন্তিত ছিলাম । কিন্তু এটা বানানোর পর আমি খুবই খুশি কারন এটা খেয়ে ও খাইয়ে খুবই আনন্দিত হয়েছি। এই রেসিপি শেখানোর জন্য নেহা ম্যামকে আরও একবার অনেক ধন্যবাদ । তবে সব উপকরণ সংগ্রহ করতে না পারায় রেসিপিতে অল্প কিছু পরিবর্তন করেছি।

এগলেস্ ডেকাডেন্ট চকোলেট কেক (eggless decadent chocolate cake recipe in Bengali)

#NoOvenBaking
শেফ নেহা ম্যামের থেকে এই নতুন রেসিপি শিখলাম। যদিও বিনা মাইক্রোওভেনে আগেও এগলেস্ ফ্রুটস কেক বানিয়েছি তবুও এটা বানানোর আগে খুব চিন্তিত ছিলাম । কিন্তু এটা বানানোর পর আমি খুবই খুশি কারন এটা খেয়ে ও খাইয়ে খুবই আনন্দিত হয়েছি। এই রেসিপি শেখানোর জন্য নেহা ম্যামকে আরও একবার অনেক ধন্যবাদ । তবে সব উপকরণ সংগ্রহ করতে না পারায় রেসিপিতে অল্প কিছু পরিবর্তন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
6 জনের জন্য
  1. 1 কাপআটা
  2. 2টেবিল চামচ কোকো পাউডার
  3. 1/2 চা চামচবেকিং সোডা
  4. 1 চিমটিনুন
  5. 1/2 কাপজল
  6. 1 চা চামচকফি পাউডার
  7. 3টেবিল চামচ সাদা তেল
  8. 2 চা চামচভিনিগার
  9. 1 চা চামচভ্যানিলা এসেন্স
  10. 100 গ্রামচকোলেট
  11. 1টেবিল চামচ দুধ
  12. 1 চা চামচবাটার

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    প্রথমেই কেক তৈরির পাত্রটি বাটার ব্রাশ করে আটার গুঁড়ো ছড়িয়ে রেখে দিয়েছি।

  2. 2

    একটা কড়াইতে বেশ খানিকটা নুন দিয়ে স্ট্যান্ড বসিয়ে প্রিহিট করতে দিয়েছি।

  3. 3

    আটা,কোকো পাউডার,বেকিং সোডা,নুন সবকিছু একসঙ্গে ভালো ভাবে মিশিয়ে চালনায় চেলে নিয়েছি ।

  4. 4

    এবার 1/2 কাপ জলে কফি পাউডার,সাদা তেল,ভিনিগার ভ্যানিলা এসেন্স ভালো ভাবে মিশিয়ে গুলে নিয়েছি।

  5. 5

    এরপর আটার মিশ্রণ ও জলের মিশ্রণ দুটিকে একসঙ্গে মিশিয়ে একটা খুবই স্মুদ ব্যাটার বানিয়েছি ।

  6. 6

    বাটার ব্রাশ করা পাত্রে ব্যাটারটা ঢেলে দিয়ে একটু সেট করে দিয়েছি। তারপর কড়াইতে স্ট্যান্ডে বসিয়ে ঢাকা দিয়ে দিয়েছি । তবে খেয়াল রাখতে হবে পাত্রটি পুরো ভর্তি না হয়ে যেন একটু খালি থাকে ।

  7. 7

    প্রথমে দশ মিনিট হাইফ্লেমে এবং পরে লো ফ্লেমে রেখেছি । একটা টুথপিক মাঝখানে দিয়ে যখন দেখেছি টুথপিকে কিছু লাগেনি তখন বুঝতে পারলাম যে কেকটা বেক হয়ে গেছে ।

  8. 8

    কেকটা কড়াই থেকে নামিয়ে একটু ঠাণ্ডা করে নিয়ে একটা ছুরি দিয়ে ধার বরাবর কেটে উল্টো করে আনমোল্ড করে নিয়েছি।

  9. 9

    কেকের উপরিভাগে দুধ ব্রাশ করে কেকটা একটা জালি প্লেটে রেখে প্লেটটা একটা বাটির মুখে রেখে পাতলা কাপড় ঢাকা দিয়ে ঠান্ডা করতে দিয়েছি।

  10. 10

    এই ফাঁকে গানাজ বানিয়ে ফেললাম । চকোলেট গুঁড়ো, বাটার আর 1/2 টেবিল চামচ গরম দুধ অনেক ক্ষণ মিশিয়ে একটা ক্রিম তৈরী করলাম । ক্রিমটা দু ভাগ করে একটা ভাগ ফ্রিজে রেখে দিলাম ।

  11. 11

    কেক ঠান্ডা হয়ে গেলে জালি প্লেটের ওপর রেখেই কেকের ওপর গানাজ ভালো ভাবে লাগিয়ে দিলাম ও ওপর থেকে কোকো পাউডার ছড়িয়ে দিলাম ভেলভেটি লুক আনার জন্য ।

  12. 12

    আমার কাছে পাইপিং ব্যাগ না থাকায় দুধের প্যাকেটে বাকি গলানো চকোলেট ভরে ও চেরি দিয়ে সাজিয়ে দিলাম ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sangita Dhara(Mondal)
Sangita Dhara(Mondal) @cook_24719349

Similar Recipes