লাউ চিংড়ি (lau chingri recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076


#week7
#MM7
আমি শাওন সংবাদের সপ্তম সপ্তাহে লাউ চিংডির রেসিপিটি তৈরী করেছি | এটি বেশ সহজ রেসিপি |ঘরোয়া উপকরণ দিয়েই তৈরী করে নেওয়া যায় | এটি যেমন রুচিকর তেমনই স্বাস্থ্যকর রেসিপি |

লাউ চিংড়ি (lau chingri recipe in Bengali)


#week7
#MM7
আমি শাওন সংবাদের সপ্তম সপ্তাহে লাউ চিংডির রেসিপিটি তৈরী করেছি | এটি বেশ সহজ রেসিপি |ঘরোয়া উপকরণ দিয়েই তৈরী করে নেওয়া যায় | এটি যেমন রুচিকর তেমনই স্বাস্থ্যকর রেসিপি |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৪ জন
  1. ১টি ছোট লাউ
  2. ১/২ কাপ কুচো চিংড়ি
  3. ৪-৫টা কাঁচা লঙ্কা
  4. ২ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  6. ১ চা চামচ জিরা গুঁড়ো
  7. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  8. স্বাদ মতনুন
  9. ১ চা চামচ কালোজিরা
  10. ৪চা চামচ সর্ষের তেল
  11. ২ চা চামচ ধনে পাতা কুচি
  12. ১ চিমটি চিনি
  13. ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. ১টা তেজপাতা
  15. ১টা শুকনো লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে লাউ ধুয়ে খোসা ফেলে ছোট কুচি করে নিতে হবে | চিংড়ি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে ।

  2. 2

    এবার প্যানে ৪চা চামচ সঃ তেলে নুন হলুদ মাখানো চিংড়ি ভেজে তুলে. রাখতে হবে | এবার ঐ তেলেই কালোজিরা, তেজপাতা, লংকা ফোঁড়ন দিয়ে আদা বাটা জিরেবাটা, হলুদ, লংকা দিয়ে নেড়ে কুচি করা লাউ দিতে হবে ৷

  3. 3

    এবার ভালমতো নেড়ে ঢাকা দিতে হবে | এখন লাউ থেকে জল বের হলে, লাউ উল্টে পাল্টে কসাতে হবে দরকার হলে সামান্যজলের ছিটা দিতে হবে | ১৫/২০ মিনিট পর লাউ সেদ্ধ হয়ে এলে চিংড়ি ভাজা দিতে হবে। আবার একটু ঢাকা দিয়ে,রান্নাটা মজে এলে কাচালংকা কুচি, লংকাকুচি, সামান্য চিনি দিয়ে, শেষে গরম মশলা ছড়িয়ে দিতে হবে ৷একটু নাড়াচাড়া করে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই তৈরী লাউ চিংড়ি |

  4. 4

    এবার সেটি প্লেটে ঢেলে গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে | বর্ষার রিমঝিম বৃষ্টি তে এই সুস্বাদু চিংড়িদিয়ে লাউ বেশ উপভোগ্য হয় |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি (2)

Papiya Sanyal Chowdhury/Paps
Papiya Sanyal Chowdhury/Paps @Cook001_1975
যদিও চিংড়ি খাই না তবে দেখে মনে হচ্ছে দারুন হয়েছে 👌🏻

Similar Recipes