ওলকচুর ডালনা(ol kochur dalna recipe in Bengali)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

#KR

আমি কচু /কারি রেসিপিতে ওল কচুর ডালনা বানিয়েছি।এটি ঘরের সহজ উপকরণ দিয়েই তৈরী অসামান্য স্বাদের রেসিপি | ওলকচু,পেয়াজ, আদা, জিরে ধনে, লংকাগুড়া, সঃ তেল, নুন, হলুদ,ঘি, গরম মশলা ও ভাজা মশলা দিয়ে বানানো রেসিপিটি করাও বেশ সহজ এবং স্বাস্থ্যকর |

ওলকচুর ডালনা(ol kochur dalna recipe in Bengali)

#KR

আমি কচু /কারি রেসিপিতে ওল কচুর ডালনা বানিয়েছি।এটি ঘরের সহজ উপকরণ দিয়েই তৈরী অসামান্য স্বাদের রেসিপি | ওলকচু,পেয়াজ, আদা, জিরে ধনে, লংকাগুড়া, সঃ তেল, নুন, হলুদ,ঘি, গরম মশলা ও ভাজা মশলা দিয়ে বানানো রেসিপিটি করাও বেশ সহজ এবং স্বাস্থ্যকর |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫০মিনিট
৪ জন
  1. ৬০০ গ্রাম ওল কচু
  2. ১টি+১/২ পেঁয়াজ বাটা, কুচি করা
  3. ৪-৫টা কাঁচা লঙ্কা
  4. ২ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ জিরা গুঁড়ো
  6. ১ চা চামচ ধনে গুঁড়ো
  7. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  8. প্রয়োজন মতসর্ষের তেল
  9. প্রয়োজন মতনুন
  10. ২-৩ চা চামচ হলুদ গুঁড়ো
  11. ২ চা চামচ ঘি
  12. ১ চা চামচ গরম মশলা
  13. ২টি এলাচ
  14. ১টি লবঙ্গ
  15. ১টুকরোদারচিনি
  16. ১টি তেজপাতা
  17. ১টি শুকনো লঙ্কা
  18. ১টি টমেটো কুচি
  19. ১ চা চামচ চিনি
  20. ১ চা চামচ গোটা জিরা

রান্নার নির্দেশ সমূহ

৫০মিনিট
  1. 1

    প্রথমে ওল খোসা ফেলে ডুমো বড় বড় টুকরা করে, ধুয়ে নিতে হবে| এবার প্রেসারে ১টা সিটি দিয়ে (অনেকটা জল ও ১ চা চামচনুন দিয়ে) ওল একটু শক্ত রেখে ৮০% সেদ্ধ করে জল ঝরিয়ে রাখতে হবে |

  2. 2

    প্যানে পরিমান মত সঃ তেলদিয়ে সেদ্ধ করা ওলনুন হলুদ মাখিয়ে ভাল মত ভেজে তুলে রাখতে হবে |

  3. 3

    এবার ঐ প্যানে আর একটু তেল দিয়ে জিরা, লংকা, তেজপাতা, গোটা গরম মশলা থেঁতো করে দিয়ে, পেঁয়াজ কুচি ভেজে নিতে হবে ৷তারপর পেঁয়াজবাঁটা দিয়েকষাতে হবে|

  4. 4

    পেঁয়াজের কাঁচা গন্ধ চলেগেলে এতে একে একে টমেটো কুচি, আদা বাটা দিতে হবে। তারপর জলেগুলে রাখা মশলাটা (হলুদ, জিরে, ধনে, লংকা, নুন, চিনি,সামান্য সঃ তেল ২ চা জলেগোলা) দিতে হবে |

  5. 5

    মশলা ভাজা হলে, তাতে চিনি দিয়ে ভেজেরাখা ওলদিয়ে নাড়িয়ে শেষে ২-৩ কাপ গরম জল মিশিয়ে ফুটিয়ে আঁচ কমিয়ে ওলসেদ্ধ করতে হবে ৷ওল সেদ্ধ হয়ে এলে ঘি, গরম মশলাও ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলতে হবে ৷

  6. 6

    তৈরী হয়ে গেল ওলের ডালনা| এবার উপর থেকে কাঁচালংকা সাজিয়ে ভাত/রুটি/রাইস যে কোন কিছুর সাথেই পরিবেশন করা যাবে |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

মন্তব্যগুলি

Similar Recipes