লাউ চিংড়ি(lau chingri recipe in Bengali)

Shubhosri Banerjee
Shubhosri Banerjee @shubho

#দৈনন্দিন রেসিপি

লাউ চিংড়ি(lau chingri recipe in Bengali)

#দৈনন্দিন রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫- ৩০ মিনিট
৪ জন
  1. ১ টা মাঝারি লাউ
  2. ২০০ গ্রাম চিংড়ি মাছ
  3. স্বাদমতোকাঁচা লঙ্কা কুচি
  4. ২ টো তেজপাতা
  5. ২ টো শুকনো লঙ্কা
  6. ১/২ চা চামচ গোটা জিরে
  7. ১/২ চা চামচ আদা বাটা
  8. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১ টেবিল চামচ জিরে গুঁড়ো
  10. ১ চা চামচ ধনে গুঁড়ো
  11. স্বাদমতোনুন ও চিনি
  12. প্রয়োজন মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫- ৩০ মিনিট
  1. 1

    প্রথমে লাউ টা ঝিরি ঝিরি করে কেটে নিতে হবে।

  2. 2

    চিংড়ি মাছ গুলো খোলা ছড়িয়ে, ধুয়ে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে।

  3. 3

    এর পর কড়াই তে সরষের তেল গরম করে তাতে আগে চিংড়ি মাছ গুলো ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    এর পর ওই তেলে মধ্যেই তেজ পাতা ও গোটা জিরে ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে।

  5. 5

    এর পর লাউ টা দিয়ে দিতে হবে।

  6. 6

    একটু নাড়া চাড়া করে এক এক করে আদা বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন ও চিনি দিতে হবে।

  7. 7

    সব টা ভালো করে একটু কষিয়ে নিয়ে চিংড়ি মাছ গুলো দিয়ে ৭-৮ মিনিট মত ঢেকে দিতে হবে।

  8. 8

    লাউ থেকে নিজে নিজেই জল বেরিয়ে মজে যাবে তরকারি টা।

  9. 9

    এর পর ঢাকা খুলে স্বাদ মত নুন ও চিনি দিয়ে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি লাউ চিংড়ি।

  10. 10

    এই পদটি দুপুরে ভাতের পাতে ডাল এর সাথে পরিবেশন করুন। দারুণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shubhosri Banerjee

Similar Recipes