লাউ চিংড়ি (Lau chingri recipe in Bengali)

Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান

#MM1
Week1

শাওন সংবাদ

আজ আমি শেয়ার করছি অতি পরিচিত ও সুস্বাদু লাউ চিংড়ি রেসিপি।

লাউ চিংড়ি (Lau chingri recipe in Bengali)

#MM1
Week1

শাওন সংবাদ

আজ আমি শেয়ার করছি অতি পরিচিত ও সুস্বাদু লাউ চিংড়ি রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 1 টিলাউ
  2. 250 গ্রামকুচো চিংড়ি
  3. 1 চা চামচগোটা জিরে
  4. 1 টাশুকনো লঙ্কা
  5. 1 টাতেজপাতা
  6. 1 চা চামচজিরে গুঁড়ো
  7. 1 চা চামচধনে গুঁড়ো
  8. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো
  10. 1 1/2 চা চামচঘি
  11. স্বাদ মতনুন ও চিনি
  12. পরিমাণ মত সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে লাউ ঝিরি ঝিরি করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখতে হবে।

  2. 2

    কড়াই তে তেল গরম করে চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    ঐ তেলে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কেটে রাখা লাউ টা দিয়ে দিতে হবে। একটু নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে কম আঁচে 10 মিনিট রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকা সরিয়ে নেড়ে আবার ঢাকা দিতে হবে।

  4. 4

    লাউ থেকে বেড়োনো জল শুকিয়ে এলে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ ও গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে লো আঁচে আরো 5 থেকে 7 মিনিট নাড়াচাড়া করতে হবে।

  5. 5

    মাখা মাখা হয়ে এলে ঘি দিয়ে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখতে হবে 2 থেকে 3 মিনিট। তাহলেই রেডি সুস্বাদু লাউ চিংড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes