দই চিকেন (doi chicken recipe in bengali)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#MM7
#Week7
এই সপ্তাহে আমি বানালাম দই চিকেন। আমার মতো।

দই চিকেন (doi chicken recipe in bengali)

#MM7
#Week7
এই সপ্তাহে আমি বানালাম দই চিকেন। আমার মতো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

50-55মিনিট
4-5 জনের জন্য
  1. 1কেজি দেশি/ লোকাল মুরগি
  2. 500 গ্রাম দই
  3. 1 টাটমেটো
  4. 2 টোপেঁয়াজ
  5. 1 চা চামচআদা বাটা
  6. 1.5 চা চামচরসুন বাটা
  7. 2/3 চা চামচহলুদ গুঁড়ো
  8. 2/3 চা চামচজিরা গুঁড়ো
  9. 2/3 চা চামচগরম মশলা গুঁড়া
  10. 1 চা চামচকসুরি মেথি
  11. 10 টাকাজুবাদাম
  12. 5-6 টাকাঁচা লঙ্কা
  13. 1টেবিল চামচ দুধের সর/ ক্রিম
  14. 2/3 চা চামচচিনি
  15. 5টেবিল চামচ সর্ষের তেল
  16. 5 টাছোট এলাচ
  17. 4টা লবঙ্গ
  18. 1টুকরো দারচিনি
  19. স্বাদ মত নুন

রান্নার নির্দেশ সমূহ

50-55মিনিট
  1. 1

    দইয়ের জল ঝরিয়ে নিয়েছি । 1কাপ হয়েছি । টমেটো পেস্ট করে নিয়েছি । পেঁয়াজ কুঁচি করে নিয়েছি। এবার মাংসটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। দই আদা, রাসুন বাটা, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মেখে নিয়েছি ও সারা রাত রেখে দিয়েছি।

  2. 2

    তেল গরম করে,গরম মসলা তেজপাতা ফোরন দিয়েছি। এবার পেঁয়াজ কুঁচি ও চিনি দিয়েছি । মিনিট 4 লো ফ্লেমে নরম করে নিয়েছি। কাজু বাদাম, কাচা লঙ্কা ও দুধের সর একসাথে পেস্ট করে নিয়েছি।

  3. 3

    পেঁয়াজ নরম হলে জিরে গুঁড়ো, টমেটো পেস্ট দিয়ে হাই ফ্লেমে মিনিট খানেক নেড়েচেড়ে, ম্যারিনেট চিকেন দিয়েছি। ক্রমাগত নেড়েচেড়ে 3-4 মিনিট রান্না করেছি।

  4. 4

    এবার ঢাকা দিয়ে আঁচ লো করে দিয়েছি। এই ভাবেপ্রায় 40 মিনিট / চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করেছি । (আগের দিন রাতে ম্যারিনেট করে রাখার জন্য সেদ্ধ হওয়া যাবে।) এবার কাজু কাঁচা লঙ্কা পেস্ট গরম মশলা গুঁড়া, কাসুরি মেথি মিশিয়ে, 1 কাপ গরম জল দিয়েছি। আরো 4-5 মিনিট হতে দিয়েছি। ঢাকা দিয়ে গ্যাস অফ করে নিয়েছি।

  5. 5

    ঝোলের পরিমাণ অনুযায়ী জল দিতে হবে। তৈরি দই চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

মন্তব্যগুলি

Similar Recipes