ডিম অমলেট কারি (dim omelette curry recipe in bengali)

Kuhelika Bera
Kuhelika Bera @Kuhelika

ডিম অমলেট কারি (dim omelette curry recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫মিনিট
৪ জন
  1. ৬টি ডিম
  2. ৩ টে পেয়াজ কুচি
  3. 1 চা চামচআদা বাটা
  4. 1 চা চামচরসুন বাটা
  5. 1 চা চামচ পেঁয়াজ বাটা
  6. 1 টা মাঝারি টমেটো বাটা
  7. 3টেকাঁচালঙ্কা কুচি
  8. 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. 1/2 চা চামচ হলুদ গুঁড়ো
  10. স্বাদ মতলবণ
  11. প্রয়োজন মতসর্ষের তেল
  12. পরিমাণ মতগরম মশলা গুঁড়ো
  13. 1 কাপজল

রান্নার নির্দেশ সমূহ

১৫মিনিট
  1. 1

    প্রথমে একটি পাত্রে ডিম গুলো ভেঙে নিতে হবে, এইবার এর মধ‍্যে দিতে হবে পেয়াজ কুচো, কাঁচালঙ্কা স্বাদ মতো লবণ, একটু হলুদ গুড়ো ও লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে ফেটাতে হবে।

  2. 2

    ওভেনের মধ‍্যে কড়াই বসাতে হবে কড়াই গরম হলে তেল দিয়ে ফেটানো ডিম দিয়ে অমলেট করে ভালো করে ভেজে নিতে হবে।
    এইবার ভাজা ডিম গুলো পিস পিস করে কেটে নিতে হবে।

  3. 3

    কড়াইতে তেল দিতে হবে তেল গরম হয়ে এলে এতে পেয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে। পেয়াজ নরম হয়ে এলে একে একে সব মশালা দিয়ে খুব ভালোভাবে কষতে হবে।

  4. 4

    এরপর টমেটো বাটা দিয়ে বেশ কিছুক্ষণ কষতে হবে। যখন তেল ছেড়ে আসবে এতে হালকা ঈষৎ উষ্ণজল দিয়ে ফুটতৃ দিতে হবে।

  5. 5

    জল ফুটে ঘন হয়ে এলে ডিমের অমলেট দিয়ে দিতে হবে। জলটা একদম শুকিয়ে এলে গরম

  6. 6

    মশালা গুড়ো দিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি ডিম অমলেট কারি।
    গরম ভাতের সাথে আমি পরিবেশন করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Kuhelika Bera
Kuhelika Bera @Kuhelika

মন্তব্যগুলি

Similar Recipes