রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

10 মিনিট
2 জন
  1. 1 কাপসুজি
  2. 1 কাপচিনি (নিজের স্বাদ মতো কম বেশি করে নিতে হবে)
  3. 3.5 কাপদুধ
  4. 6-7 টাকেশর
  5. 4টেবিল চামচ ঘি
  6. 1/2 কাপড্রাই ফ্রুটস কুচি

রান্নার নির্দেশ সমূহ

10 মিনিট
  1. 1

    2 চামচ দুধে কেশরটা ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    গ্যাসে কড়াই গরম করে তাতে ঘি দিয়ে সুজি ভালো করে ভেজে নিতে হবে।
    অন্যদিকে আর একটা পাত্রে দুধ গরম বসাতে হবে।

  3. 3

    সুজি ভাজা হয়ে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে এক এক করে দুধ, দুধে ভেজানো কেশর, চিনি ও ড্রাই ফ্রুটস কুঁচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এই সময় ঢিমি আঁচে অনবরত নাড়তে হবে যাতে নীচে লেগে না যায়।

  4. 4

    সুজি ঘণ হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে। ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন করতে হবে মোহন ভোগ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sumana Mukherjee
Sumana Mukherjee @Sumana_79
রূপনারায়ণপুর, পশ্চিম বর্ধমান
খুব সাধারণ এক গৃহবধূ ও একজন মা।
আরও পড়ুন

Similar Recipes