ডিমের কারি (Egg Curry Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

ডিমের কারি (Egg Curry Recipe In Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০-৩৫ মিনিট
৪জন
  1. ৪ টে ডিম
  2. ২টো আলু ১/২ করে সেদ্ধ করা
  3. ১টা টমেটো বাটা
  4. ১চা চামচ আদা ও রসুন বাটা
  5. ২টো পেঁয়াজ কুচিয়ে নেয়া
  6. ১/২চা চামচ জিরে গুঁড়ো
  7. ১/২চা চামচ ধনে গুঁড়ো
  8. ১/২চা চামচহলুদ গুঁড়ো
  9. ১চা চামচ লঙ্কা বাটা
  10. ২টো লঙ্কা চিরে নেওয়া
  11. স্বাদ মতনুন
  12. ১/৪চা চামচ চিনি
  13. ১/২চা চামচ গরম মশলা গুঁড়ো
  14. ফোঁড়ন
  15. ১/২চা চামচ জিরে
  16. পরিমাণ মতগোটা গরম মশলা
  17. ১ টাতেজপাতা
  18. প্রয়োজন মতসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০-৩৫ মিনিট
  1. 1

    প্রথমে ডিম সেদ্ধ করে খোলা ছাড়িয়ে নিয়েছি।আলু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি।

  2. 2

    এবার কড়াইয়ে তেল গরম করে ডিমে নুন ও হলুদ মাখিয়ে ভেজে নিলাম, আলুও ভেজে নিয়েছি।

  3. 3

    এবার তেলের মধ্যে আরও একটু তেল দিয়ে জিরে, এলাচ,দারচিনি,লবঙ্গ ও লঙ্কা ফোড়ন দিয়ে সুগন্ধ বেড়োলে পেয়াঁজ কুচি দিয়ে ভাজতে হবে।রসুন ও আদা বাটা দিতে হবে।

  4. 4

    অল্প আঁচে সমানে নাড়তে হবে, অল্প নুন ও চিনি দিতে হবে, সামান্য জল দিতে হবে, পেয়াঁজ নরম ও কালচে হয়ে এলে টমেটো বাটা দিতে হবে

  5. 5

    টমেটো কষানো হয়ে গেলে ধনে ও জিরে গুড়ো,লঙ্কাবাটা, হলুদ দিয়ে কষাতে হবে ।ভাজা আলু ও ডিমদিতে হবে, নুন দিতে হবে। ভালো করে কষিয়ে যখন ডিম ও আলু মশলায় মিশে যাবে, প্রয়োজন মতো জল দিয়ে ও ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  6. 6

    ঝোল বেশ ঘন ও অল্প গ্ৰেভি থাকতে গরমমশলাগুড়ো দিয়ে নামিয়ে নিতে হবে।ভাত,রুটি সবেতেই ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes