ক্ষীরের লুচির পায়েস(Kherer Luchir Payes Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#SR

ক্ষীরের লুচির পায়েস(Kherer Luchir Payes Recipe In Bengali)

#SR

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৫-৬জন
  1. ১কাপ ময়দা
  2. ২চা চামচ ঘি
  3. ৫০০ এম এল দুধ
  4. ২চা চামচ গুঁড়ো দুধ
  5. ১/৪ কাপ চিনি
  6. ১০০গ্ৰাম ক্ষোয়া ক্ষীর
  7. ১০টা আমন্ড
  8. ১০টা কাজু
  9. ১/২চা চামচ এলাচ গুঁড়ো
  10. পরিমাণ মতসাদা তেল লুচি ভাজার জন্যে

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    আমন্ড ও কাজু মিক্সিতে ব্লেল্ড করে নিয়ে ৭৫ গ্ৰাম ক্ষোয়া দিয়ে আবার ও ব্লেন্ড করে নিলাম।

  2. 2

    ময়দায় ২চামচ ঘি মিশিয়ে ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সফ্ট ডো মেখে ২০ মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার কড়াইয়ে দুধ বসিয়ে চিনি ও গুড়ো দুধ দিয়ে ফুটিয়ে ঘন করে নিলাম।কিছুটা ক্ষোয়া ছিল,দুধের মধ্যে খানিকটা দিয়ে ভালো করে নাড়িয়ে এলাচ গুড়ো দিয়ে নাড়িয়ে নামিয়ে ঢাকা দিয়ে রাখলাম।

  4. 4

    এবার লুচি বানানোর জন্যে মাঝারি সাইজের লেচি কেটে বেলে নিয়ে মাঝখানে পুর দিয়ে মুখ আটকে হাত দিয়ে চেপে আবার ও বেলে নিলাম।এবার লুচি গুলো ভেজে নিলাম

  5. 5

    দুধ ঢিমে আঁচে রেখে লুচি গুলো দিয়ে উল্টে পাল্টে দিয়ে ২মিনিট মতো রেখে গ‍্যাস বন্ধ করে দিলাম।

  6. 6

    এবার প্লেটে সাজিয়ে ওপরে আমন্ড,কিসমিস দিয়ে বাকি ক্ষীর দিয়ে সাজিয়ে দিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes