আনারসি পোলাও (Anarasi pulao recipe in bengali)

Barnali Debdas
Barnali Debdas @cook_35312739

#ChoosetoCook
আমার পছন্দের রেসিপি
আমি বর্নালী দেব দাস।আমার জীবনের ভালোবাসার জিনিসগুলোর মধ‍্যে রান্না অন‍্যতম প্রধান।আমার প্রথম রান্নার হাতেখড়ি হয় বিয়ের পর শাশুড়ি মার কাছ থেকে।সেকেলের মানুষ হওয়ায় বিভিন্ন রকম রান্না শেখা এবং রান্নার প্রতি ভালোবাসার তৈরির পথ চলা আমার শুরূ হয় ওনার কাছ থেকেই কিন্তু হঠাৎ সেই পথচলা থেমে যায়।আমার শাশুড়ি মার জীবনাবসান ঘটে।অবরূদ্ধ পথের মাঝেই আমি সন্ধান পাই কুকপ‍্যাড ইন্ডিয়ার।কুকপ‍্যাড এমন
একটি জায়গা যেখানে আপনি বিভিন্ন রকম রান্নার সাথে পরিচিত হবেন।নানান দেশি-বিদেশি রান্না,আপনি আপনার রান্নার স্কিল কতটা ডেভলপ করতে পারবেন সেটাও আপনি যাচাই করতে পারবেন।কুকপ‍্যাডে বিভিন্ন ছোটো ছোটো প্রতিযোগিতার মাধ‍্যমে কুকপ‍্যাড থেকে আপনি বিভিন্ন রকম রান্নার আইডিয়া শিখতে পারবেন।সীমিত উপকরন দিয়ে কিভাবে রান্না করা যায় তাও আমি শিখেছি এই কুকপ‍্যাডের মাধ‍্যমে।কুকপ‍্যাডে নতুন নতুন রান্না চ‍্যালেঞ্জ আমাদের সবাইকে নতুন নতুন খাবার তৈরি করার দখ‍্যতা তৈরি করিয়েছে।কুকপ‍্যাডে পুরস্কারসমুহ এবং শংসাপত্র আমাকে আরো উজ্জীবিত করেছে নতুন কিছু করার জন‍্য।আসলে কি কুকপ‍্যাড আমার শাশুড়ি মায়ের জায়গাটা করে নিয়েছে।আমার পরিবারের নতুন নতুন খাবারের মাধ‍্যমে এনে দিয়েছে খুশির আলো।
সবশেষে কুকপ‍্যাডের সমস্ত এডমিনদের আমার আন্তরিক ভালোবাসা,তাদের সহযোগিতা ছাড়া আমার এতদুর আসা কিছুতেই সম্ভব হতো না।

আনারসি পোলাও (Anarasi pulao recipe in bengali)

#ChoosetoCook
আমার পছন্দের রেসিপি
আমি বর্নালী দেব দাস।আমার জীবনের ভালোবাসার জিনিসগুলোর মধ‍্যে রান্না অন‍্যতম প্রধান।আমার প্রথম রান্নার হাতেখড়ি হয় বিয়ের পর শাশুড়ি মার কাছ থেকে।সেকেলের মানুষ হওয়ায় বিভিন্ন রকম রান্না শেখা এবং রান্নার প্রতি ভালোবাসার তৈরির পথ চলা আমার শুরূ হয় ওনার কাছ থেকেই কিন্তু হঠাৎ সেই পথচলা থেমে যায়।আমার শাশুড়ি মার জীবনাবসান ঘটে।অবরূদ্ধ পথের মাঝেই আমি সন্ধান পাই কুকপ‍্যাড ইন্ডিয়ার।কুকপ‍্যাড এমন
একটি জায়গা যেখানে আপনি বিভিন্ন রকম রান্নার সাথে পরিচিত হবেন।নানান দেশি-বিদেশি রান্না,আপনি আপনার রান্নার স্কিল কতটা ডেভলপ করতে পারবেন সেটাও আপনি যাচাই করতে পারবেন।কুকপ‍্যাডে বিভিন্ন ছোটো ছোটো প্রতিযোগিতার মাধ‍্যমে কুকপ‍্যাড থেকে আপনি বিভিন্ন রকম রান্নার আইডিয়া শিখতে পারবেন।সীমিত উপকরন দিয়ে কিভাবে রান্না করা যায় তাও আমি শিখেছি এই কুকপ‍্যাডের মাধ‍্যমে।কুকপ‍্যাডে নতুন নতুন রান্না চ‍্যালেঞ্জ আমাদের সবাইকে নতুন নতুন খাবার তৈরি করার দখ‍্যতা তৈরি করিয়েছে।কুকপ‍্যাডে পুরস্কারসমুহ এবং শংসাপত্র আমাকে আরো উজ্জীবিত করেছে নতুন কিছু করার জন‍্য।আসলে কি কুকপ‍্যাড আমার শাশুড়ি মায়ের জায়গাটা করে নিয়েছে।আমার পরিবারের নতুন নতুন খাবারের মাধ‍্যমে এনে দিয়েছে খুশির আলো।
সবশেষে কুকপ‍্যাডের সমস্ত এডমিনদের আমার আন্তরিক ভালোবাসা,তাদের সহযোগিতা ছাড়া আমার এতদুর আসা কিছুতেই সম্ভব হতো না।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
২জন
  1. ২৫০গ্রাম গোবিন্দভোগ চাল
  2. ১টি পাকা আনারস
  3. পরিমাণ মতকাজুবাদাম
  4. পরিমাণ মতকিসমিস
  5. ১টি তেজপাতা
  6. ২টি এলাচ
  7. ২টি দারচিনি
  8. ৩চা চামচ ঘি
  9. ১চা চামচ চিনি
  10. স্বাদ অনুসারেলবণ
  11. ১টি ডালিম
  12. প্রয়োজন মতনারকেল কুচি
  13. ১চা চামচ জিরে

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    ১মে চালগুলো ভালো করে ধুয়ে নিবেন।এরপর সসপ‍্যানে ওভেনে গরমজল বসাবেন।জল গরম হলে চালগুলো দিয়ে দিবেন।যখন চালগুলো সেদ্ধ হয়ে যাবে তারপর ভাতটা নামিয়ে ফেলবেন।এরপর কড়াইয়ে ঘি দিবেন।ঘি গরম হলে তেজপাতা ও জিরে ফোড়ন দিবেন।তারপর চিনি লবণ ভাতগুলো দিয়ে ভাজা করে নিবেন।

  2. 2

    এরপর আনারসটি কেটে ২টুকরো করে নিবেন।১টুকরো আনারস ছোটো ছোটো করে কেটে নিবেন।আর ১টুকরো আনারস কুড়িয়ে রস বের করে নিবেন।এরপর ঘি এর মধ‍্যে দারচিনি এলাচ ড্রাইফ্রুটস গুলো দিয়ে ভেজে নিবেন।এরপর কোরানো আনারসটির মধ‍্যে ডালিম নারকেল কুচি ভাজা ড্রাইফ্রুটস ছোটো ছোটো করে কেটে আনারস ও আনারসের রস ভাজা ভাতগুলো দিয়ে আনারসের পোলাও টি সাজিয়ে নিবেন।তৈরি হয়ে গেল আনারসি পোলাও।

  3. 3

    এরপর আনারসি পোলাওটি রায়তার সাথে পরিবেশন করবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Barnali Debdas
Barnali Debdas @cook_35312739

মন্তব্যগুলি (4)

Similar Recipes