চিকেন চেট্টিনাড (Chicken chettinad recipe in Bengali)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

চিকেন চেট্টিনাড (Chicken chettinad recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জনের
  1. 400 গ্রামচিকেন
  2. 1 টা বড় পেঁয়াজ
  3. 1 ইঞ্চিআদা
  4. 10 কোয়ারসুন
  5. 1 টাটমেটো
  6. 2 টোকাঁচা লংকা
  7. 1 চা চামচহলুদ গুঁড়ো
  8. 1 চা চামচকাশ্মীরী লাল লঙ্কার গুঁড়ো
  9. 6 টাগোটা গোলমরিচ
  10. 1 টেবিল চামচপোস্ত
  11. 1 টেবিল চামচগোটা ধনে
  12. 1 চা চামচগোটা জিরে
  13. 1/2 চা চামচমৌরি
  14. 3 টেছোট এলাচ
  15. 2 টোলবঙ্গ
  16. 1 টুকরোদারচিনি
  17. 2 টোশুকনো লঙ্কা
  18. 1 টেবিল চামচপাতিলেবুর রস
  19. 12 টাকারিপাতা
  20. 2 টেবল চামচডেসিকেটেড কোকোনাট
  21. স্বাদ মত নুন ও চিনি
  22. প্রয়োজন মত তেল
  23. পরিমাণ মত জল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    চিকেন লেবুর রস, হলুদ গুঁড়ো আর কাশ্মিরী লংকার গুঁড়ো মাখিয়ে রেখে দিতে হবে ।

  2. 2

    আদা, রসুন আর কাঁচা লংকা এক সাথে বেটে নিতে হবে । পেঁয়াজ আর টমেটো কেটে নিতে হবে । গোটা ধনে, জিরে, গোলমরিচ, পোস্তো, মৌরি, গরম মশলা, শুকনো লংকা, নারকোল আর 6/7 টা কারিপাতা শুকনো কড়ায় নেড়ে মিক্সিতে একটু জল দিয়ে পেস্ট করে চেট্টিনাড মশলাটা তৈরী করে নিতে হবে ।

  3. 3

    কড়ায় তেল গরম করে পেঁয়াজ কুচি আর বাকী কারিপাতা দিয়ে ভাজতে হবে । পেঁয়াজ বাদামী হয়ে এলে আদা, রসুন, কাঁচা লংকার পেস্ট আর টমেটো কুচি দিয়ে একটু কষিয়ে নিয়ে চেট্টিনাড মশলাটা দিয়ে খুব ভালো করে কষাতে হবে ।

  4. 4

    এবার চিকেন, নুন আর চিনি দিয়ে আর‌ও একটু কষিয়ে পরিমান মত জল দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ।

  5. 5

    চিকেন সেদ্ধ হয়ে গ্রেভি গাঢ় হয়ে এলে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
Kolkata

মন্তব্যগুলি

Similar Recipes